Achanta Sharath Kamal Retire: ভারতীয় টেবল টেনিসের কিংবদন্তি নাম অচন্ত শরৎ কমলের দীর্ঘ বর্ণময় কেরিয়ার শেষ হল। শনিবার চেন্নাইয়ে WTT স্টার কনটেন্টডার টুর্নামেন্টের প্রি কোয়ার্টার ফাইনালে তাঁর ডবলস জুটি স্নেহহিত সূরভাজুয়ালা (Snehit Suravajjula)-এর কাছে ০-৩ হেরে শেষ হল ৪২ বছরের খেলরত্ন সম্মানে ভূষিত শরৎ কমল পেশাদার কেরিয়ারে যবনিকা পাত পড়ল। গত বছর প্যারিস অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্টে দেশের পতাকা উত্তোলন করেছিলেন তিনি। কমনওয়েলথ গেমসে সাতটি সোনা সহ ১৬টি পদক, এশিয়ান গেমসে দুটি পদক জয়ী শরৎ কমল টিটি-তে দীর্ঘদিন ধরে ভারতের মুখ। বিশ্ব টিটি সিঙ্গলসে একটা সময় প্রথম ৩০-র মধ্যে ঢুকে পড়া শরৎয়ের লড়াই গোটা দেশকে অনুপ্রাণিত করে।
পাঁচটি অলিম্পিকে খেলে নজির গড়ছেন
পাঁচটি অলিম্পিকে খেলা শরৎ কমল গত বছর প্যারিসে যে লড়াইটা দুনিয়ার অন্যতম সেরা খেলোয়াড়ের বিরুদ্ধে লড়েছিলেন তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তামিলনাড়ুর ছেলে শরৎ কমলের কেরিয়ারের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল-২০০৩ বিশ্ব টিটি চ্যাম্পিয়নশিপ। এরপর ২০০৪ এথেন্স অলিম্পিক থেকে একের পর এক বড় টুর্নামেন্টে টেবিল টেনিস বোর্ডের দেশের সবচেয়ে বড় ভরসার নাম হয়ে উঠেছিলেন তিনি।
শরৎ কমলের অবসর
BREAKING: End of an Era! 😢
Legendary paddler Sharath KWTamal plays his final professional match at WTT Star Contender Chennai.
He bows out after a 0-3 loss to younger compatriot Snehit Suravajjula in the Pre-QF. #WTTChennai pic.twitter.com/jFKHs8HjDO
— India_AllSports (@India_AllSports) March 29, 2025
২০২২ সালে খেলরত্ন সম্মান পান
২০২২ সালে দেশের খেলাধুলোর সর্বোচ্চ পুরস্কার 'খেলরত্ন'সম্মানে ভূষিত করা হয় শরৎ কমল-কে। তিনি দেশের প্রথম পুরুষ টেবল টেনিস খেলোয়াড়, যিনি 'খেলরত্ন' পান।