![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2021/01/46-1-380x214.jpg)
কলকাতা, ২০ জানুয়ারি: তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিলেন সিএবি-র (CAB) প্রাক্তন যুগ্ম-সচিব বিশ্বরূপ দে (Biswarup Dey)। আজ তৃণমূল ভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সুখেন্দুশেখর রায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃণমূলে যোগ দিয়ে বিশ্বরূপ বলেন, "আমি টিম স্পিরিটে বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম স্পিরিট দেখেই তৃণমূলে যোগ। স্পিরিট আছে বলেই ভারতীয় ক্রিকেট বেঁচে আছে। বাংলায় তৃণমূল নেত্রী সেই স্পিরিট নিয়ে লড়াই করছেন। বাংলাকে বাঁচাতে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত থেকে ম্যাচ জেতাব।"
তিনি বলেন, "আমি তৃণমূল কংগ্রেসের অন্ধভক্ত নই। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিরিট দেখেই যোগ দিলাম। বাংলাকে বাঁচাতে সকলকে একযোগে তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় আসতে হবে। আজ আমি ছাড়াও আরও ১২৫ জন যোগ দিলেন। সকলেই সাধারণ মানুষ।" আরও পড়ুন: Google Celebrates India’s Historic Series Win: গুগলে 'India National Cricket Team' লিখে সার্চ দিলেই অবাক হবেন
সামনেই বিধানসভা নির্বাচন। বেশ কয়েকমাস ধরেই দল বদলের খবর শিরোনামে আসছে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে নামা নিয়েও নানা জল্পনা চলছে। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলেও জল্পনা তৈরি হয়। তবে তাঁর অসুস্থতার পর সব জল্পনা আপাতত দূরে সরেছে।