![](https://bnst1.latestly.com/uploads/images/2024/08/ajker-rashifal-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%B2.jpg?width=380&height=214)
Horoscope Today, 11 February, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে.
মেষঃ আজকের দিনে কোন নতুন প্রকল্পকে বাস্তব রূপ দিতে পারেন। অর্থ পরিচালনার বিষয়ে পরিবারের বড়দের থেকে পরামর্শ নিতে পারেন। কোন তৃতীয় ব্যক্তি আপনার এবং আপনার স্ত্রীয়ের মধ্যে সমস্যা তৈরি করতে পারে। নিজের বুদ্ধি প্রয়োগ করে কাজ করুন।
বৃষভঃ কাজের থেকে ছুটি নিলেও কোন সমস্যা হবে না। সব মানুষের কথায় কান দিয়ে নিজের সমস্যার সমাধান খুঁজুন। অতিরিক্ত অর্থ সামলে রাখুন। পরিবারের কোন সদস্য আপনার সঙ্গে সময় কাটাতে চাইতে পারে। আজকের দিনে অনেক নতুন বন্ধু হবে।
মিথুনঃ অশান্তির অবসান ঘটে, নিজের জন্য কিছুটা সময় পাবেন। মেজাজ খারাপ থাকায় সমস্যা জড়িয়ে পড়তে পারেন। কাজের জায়গায় প্রশংসিত হবেন। কোনখাতে অর্থ ব্যয় হচ্ছে, সেদিকে খেয়াল রাখুন। অন্যদের দোষ খোঁজা বন্ধ করুন।
কর্কটঃ বেশি মাথা গরম না করাই ভালো, নাহলে ভিন্ন মতের কারণে কাছের মানুষ দূরে চলে যেতে পারে। আজকের দিনে বেশিরভাগ কাজ আপনার ইচ্ছামত হবে। মানুষের সঙ্গে যোগাযোগ কররা পক্ষে ভালো দিন। জমি কেনার ক্ষেত্রে লাভবান হবেন আজকের দিনে।
সিংহঃ স্ত্রীর সঙ্গে সমস্যা, সন্ধ্যের সময় মিটে যাবে। চিন্তা ভাবনা না করে কাউকে কখনই ঋণ দেবেন না। বাড়ির কোন সদয়স আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে। পুরনো বন্ধুর সঙ্গে সুন্দর সন্ধ্যা কাটাবেন। প্রেমিকার অপছন্দের পোশাক না পরাই মঙ্গলের।
কন্যাঃ প্রেমিকদের ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক আজকের দিনে একটি সুন্দর মোড় নিতে চলেছে। সঠিক খাতে অর্থ বিনিয়োগ করুন। দীর্ঘদিনের অশান্তির থেকে মুক্তি পাবেন। আজকের দিনে স্ত্রী এবং বাচ্চাদের যত্ন পাবেন।
তুলাঃ ভালোবাসার মানুষের থেকে উপহার পাওয়ার এবং তাদের উপহার দেওয়ার দিন। স্ত্রীর মেজাজ ভালো থাকায় চারপাশে খুশির মুহূর্ত বিরাজ করবে। কাজের জায়গায় ভালো সময় কাটবে। অতিরিক্ত ব্যয় থেকে বিরত থেকে অর্থ সঞ্চয়ে মন দিন।
বৃশ্চিকঃ কাছের আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে তাদের কথায় মন খারাপ হতে পারে। শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। নতুন কাজ শুরুর আগে একটু ভেবে নিন। আজকের দিনে বন্ধুদের থেকে অনেক সাহায্য পাবেন।
ধনুঃ পার্কে গিয়ে কোন ব্যক্তির সঙ্গে ঝগড়া হওয়ায় আপনার মেজাজ নষ্ট হয়ে যেতে পারে। ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ভদ্র আচরণ করুন। ঋণের বোঝা থেকে মুক্তি পেয়ে আর্থিক দিক থেকে সবল হবেন।
মকরঃ আজকের দিনে নিজের সমস্যা ভালোবাসার মানুষের সঙ্গে ভাগ করে নিতে পারেন। অযথা অন্যের সমালোচনা না করাই উচিত। ছাত্র জীবনে বন্ধুদের চক্করে পড়ে, পড়াশুনা নষ্ট করলে পরে আফসোস করতে হবে। সন্তানদের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি হবে।
কুম্ভঃ ভালোবাসার সম্পর্ক সুন্দর ভাবে অতিবাহিত হবে। বাচ্চাদের সঙ্গে বেশি করে সময় কাটাতে ভালো লাগবে। অতিরিক্ত ব্যয় কমিয়ে, কিছুটা সঞ্চয় করতে শিখুন। হটকারিতায় কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আজকের দিনে অন্যদের আকর্ষণ পাবেন।
মীনঃ পরিবারের সদস্যদের সঙ্গে নিজের সমস্যা ভাগ করে নিতে গিয়ে মাথা ব্য্যাথা অনুভব করবেন। আজকের দিনে একটি খুশির খবর পেতে চলেছেন। অন্যের দ্বারা প্রশংসিত হবেন। ব্যবসায়ীরা আজকের দিনে বাড়ি থেকে বেরোনোর সময় অর্থ সাবধানে রাখবেন।