আরজি কর (RG Kar Medical College and Hospital) ধর্ষণকাণ্ড নিয়ে একদিকে যখন উত্তাল গোটা রাজ্য, তখন অন্যদিকে এই ঘটনা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে একদল মানুষ। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত সত্য খবর প্রকাশ্যে আসার পাশাপাশি ছড়ানো হচ্ছে ভুয়ো খবর। আর সেই খবরগুলির প্রভাবেই বুধবার আরজি কর হাসপাতালে তাণ্ডব চালায় একদল মানুষ। সেই কারণে শনিবার ১০০ জনকে তলব করে লালবাজার। মূলত, এদের প্রোফাইল থেকেই ছড়ানো হয়ছিল একাধিক ভুয়ো খবর। সেই কারণে এদের নোটিশ পাঠানো হয় এদিন। একদিকে যেমন সিবিআই আরজি কর হাসপাতালে ধর্ষণকাণ্ডের তদন্ত চালাচ্ছে, তেমন অন্যদিকে স্বাধীনতা দিবসের আগের রাতে হাসপাতালে যে তাণ্ডব চালানো হয়, সেই ঘটনার তদন্ত করছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নামঞ্চ থেকে অভিযোগ তুলেছিলেন, এআই-এর মাধ্যমে তাঁর গলার স্বর ও মুখ নিয়ে ভুয়ো তথ্য ছড়াচ্ছে কিছু মানুষ। আর এই নিয়ে সোজাসুজি বিরোধী দলগুলির বিরুদ্ধেই আঙুল তুলেছিলেন তিনি। তাঁর এই অভিযোগ তোলার পরেই সক্রিয় পদক্ষেপ নেয় লালবাজার। শুক্রবার ১০০ জনকে নোটিশ পাঠানোর পাশাপাশি দুুই চিকিৎসককেও তলব করতে চলেছে লালবাজার। এদের পোস্টের সঙ্গে ময়নাতদন্তের রিপোর্টের কিছু মিল পাওয়া গিয়েছে বলে খবর। ফলে তাঁরা এই তথ্য কোথা থেকে পেল এবং কেন তাঁরা তদন্ত সংক্রান্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এই সংক্রান্ত বিষয় জানতেই তাঁদের তলব করা হতে পারে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগের দিন মেয়েদের রাত দখল কর্মসূচি চলকালিন হাসপাতাল চত্বরে জমায়েত করেন বেশকিছু বহিরাগত। অভিযোগ তাঁরা হাসপাতালে ঢুকে আন্দোলনকারীদের মঞ্চ তছনছ করে। সেই সঙ্গে হাসপাতালে ভাঙচুর চালায়, পুলিশের গাড়িতে হামলা করে। বেশ কয়েকজন আন্দোলনকারী, পুলিশকর্মীকেও মারধর করে বলে অভিযোগ। এখনও এই ঘটনায় প্রায় ৩০জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ