Dhaka Capitals vs Chittagong Kings, BPL 2025: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম কিংসের মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস। বিপিএল ২০২৪-২৫ মরসুমে ঢাকা ক্যাপিটালস ৯ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় পেয়েছে। তারা দরবার রাজশাহীর বিপক্ষে দারুণ জয় পেয়েছে। তাঁদের করা ১ উইকেটে ২৫৪ রানের বিশাল স্কোরের সামনে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায় দল। পাশাপাশি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৯৬/৬ সফলভাবে রক্ষা করে তারা। তবে পুরো অভিযানে দলের মধ্যে ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ দেখা যায়। দলের প্লে-অফের আশা খুব ক্ষীণ। অন্যদিকে, ৮ ম্যাচে ৫ জয় নিয়ে চট্টগ্রাম কিংস তাদের সাম্প্রতিক কয়েকটি খেলায় বেশ আধিপত্য দেখিয়েছে। তারা ১৯১/৮ ডিফেন্ড করে এবং দরবার রাজশাহীকে মাত্র ৮০ রানে অলআউট করেছে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় তাঁদের প্লে অফে জায়গা করা মোটামুটি নিরাপদ। Dhaka Capitals vs Chittagong Kings, BPL Dream XI Prediction: ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম কিংসের লড়াইয়ে কে এগিয়ে, দেখে নিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের Dream 11
ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম কিংস
Home team Chittagong Kings set to clash with Dhaka Capitals 🔥🏏#BPL2025 #ChittagongKings #DhakaCapitals pic.twitter.com/gzBfBEqCTA
— Cricket97 (@cricket97bd) January 22, 2025
চট্টগ্রাম কিংস স্কোয়াডঃ নাঈম ইসলাম, উসমান খান, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হায়দার আলী, শামিম হোসেন, রাহাতুল ফেরদৌস, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আরাফাত সানি, বিনুরা ফার্নান্দো, পারভেজ হোসেন ইমন, আলিস আল ইসলাম, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নাবিল সামাদ, মার্শাল আইয়ুব, টম ও কনেল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, খাজা নাফে, পারভেজ রহমান জীবন, মারুফ মৃধা।
ঢাকা ক্যাপিটালস স্কোয়াডঃ তানজিদ হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), জেপি কোটজে, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), ফারমানুল্লাহ সাফি, মুকিদুল ইসলাম, মুস্তাফিজ রহমান, আবু জায়েদ, নজমুল ইসলাম, মুনিম শাহরিয়ার, চতুরঙ্গ ডি সিলভা, আমির হামজা, জনসন চার্লস, আলাউদ্দিন বাবু, আসিফ হাসান, মেহেদী হাসান রানা, শুভম রঞ্জন, স্টিফেন এসকিনাজি, জহুর খান, রিয়াজ হাসান, শাহাদাত হোসেন দীপু, শাহনওয়াজ দাহানি, হাবিবুর রহমান সোহান।
ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম কিংসের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ?
২২ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) আয়োজিত হবে ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ?
ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টায় এবং বাংলাদেশের সময় ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ?
ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে (GTV)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ?
ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে। বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T-sports)।