Pradip Ghosh Passes Away: প্রয়াত প্রখ্যাত আবৃত্তিকার প্রদীপ ঘোষ
আবৃত্তিকার প্রদীপ ঘোষ

কলকাতা, ১৬ অক্টোবর: করোনা (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল বর্ষীয়াণ আবৃত্তিকার প্রদীপ ঘোষের (Elocutionist Pradip Ghosh)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। পরিবার সূত্রে খবর, আজ সকাল ৬টা ৪০ মিনিটে ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়।

প্রয়াত আবৃত্তিকারের পরিবার জানিয়েছে, শনিবার থেকে তাঁর জ্বর ছিল। মৃত্যুর পর করোনা পরীক্ষার রিপোর্টে জানা যায়, তিনি করোনা আক্রান্ত ছিলেন। তবে আরও কোনও উপসর্গ ছিল না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। আরও পড়ুন: Soumitra Chatterjee Heath Update: আগের থেকে ভালো আছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

বিশিষ্ট আবৃত্তিকার প্রদীপ ঘোষের প্রয়ানে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ''বিশিষ্ট আবৃত্তিকার প্রদীপ ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। বাচিক শিল্পের জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি বিভাগে যুগ্ম তথ্য অধিকর্তা হিসাবে দক্ষতার সাথে কাজ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৭ সালে কাজী সব্যসাচী পুরস্কার প্রদান করে। আমি প্রদীপ ঘোষের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।''