SL vs AUS Toss Update: আজ গলে টসে জিতে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া। আজ অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করলেন জশ ইংলিস। অন্যদিকে অফস্পিনার টড মারফিকে স্কট বোল্যান্ডের চেয়ে দলে বেশী গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন। সতীর্থ অফস্পিনার নাথান লায়ন ও বাঁহাতি ব্যাটসম্যান ম্যাথু কুহনেম্যানের সঙ্গে নামবেন মারফি। ২০২৩ সালের অ্যাসেজ শেষবার টেস্ট খেলেন মারফি, একই বছর ভারতের বিপক্ষে শেষবার খেলেন কুহনেম্যান। ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে চোখ ধাঁধানো অভিষেকের পর ভক্তদের প্রিয় হয়ে ওঠা ১৯ বছর বয়সী স্যাম কনস্টাস দলে জায়গা করতে পারেননি তাঁর বদলে ট্র্যাভিস হেডকে টপ অর্ডারে ওপেন করতে পাঠানো হয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ইংলিস হেডের পরিবর্তে পাঁচ নম্বরে খেলবেন। অন্যদিকে, চোটে পড়া পাথুম নিসাঙ্কার পরিবর্তে শ্রীলঙ্কার হয়ে ওশাদা ফার্নান্দো এবং লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসে, প্রবথ জয়াসুরিয়া ও নিশান পেইরিসের সঙ্গে স্পিন আক্রমণে অংশ নেবেন। দলের একমাত্র পেসার আসিথা ফার্নান্দো। SL vs AUS 1st Test Live Streaming: শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, প্রথম টেস্ট সরাসরি দেখবেন যেখানে
টসে জিতে প্রথমে ব্যাট করছে স্টিভ স্মিথরা
The coin toss has gone Australia's way, and Steve Smith has elected to bat first here at Galle. #SLvAUS #LionsRoar pic.twitter.com/Si4Y1ZMVTu
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) January 29, 2025
অস্ট্রেলিয়া (প্লেয়িং ইলেভেন): উসমান খোয়াজা, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), জস ইংলিস, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, টড মারফি।
Australian Test cap #470: Josh Inglis 🙌 pic.twitter.com/WzjV3VPvup
— 7Cricket (@7Cricket) January 29, 2025
শ্রীলঙ্কা (প্লেয়িং ইলেভেন): দিমুথ করুণারত্নে, ওশাদা ফার্নান্দো, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্ডু মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), প্রভাত জয়সুরিয়া, নিশান পেইরিস, জেফ্রি ভান্ডারসে, অসিথা ফার্নান্দো।