আবু হাসেম খান চৌধুরী (Picture Sources: Twitter)

কলকাতা, ৫ অক্টোবর: করোনায় আক্রান্ত দক্ষিণ মালদা (Dakshin Malda) লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (Abu Hasem Khan Choudhury)। সপ্তাহখানেক আগে তাঁকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে রাখা হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমেছে। এই অবস্থায় সারাক্ষণ তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। তাঁর অবস্থা বেশ সংকটজনক, বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কংগ্রেস সাংসদের শরীরে অক্সিজেনের মাত্রা খুবই কমে গেছে। হাইফ্লো-অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। আবু হাসেমের চিকিৎসার জন্য মেডিকেল টিম তৈরি করা হয়েছে। তাঁরাই কংগ্রেস সাংসদের দিকে ২৪ ঘণ্টা নজর রাখছেন বলে জানিয়েছে হাসপাতাল। আবু হাসেমের শারীরিক অবস্থার উন্নতি করার চেষ্টা করছেন তাঁরা। আরও পড়ুন, লাখের গণ্ডী টপকে গেল ভারতে করোনার বলি, মোট আক্রান্ত ৬৬ লাখেরও বেশি

রাজ্যের একের পর এক নেতা-মন্ত্রীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। দমকল মন্ত্রী সুজিত বসু, পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ খলিলুর রহমান, মন্ত্রী তাপস রায় প্রমুখ করোনা আক্রান্ত হয়েছেন। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল ও সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও আক্রান্ত হয়েছিলেন করোনায়। সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী প্রয়াত হয়েছেন করোনায় আক্রান্ত হয়ে। সিপিএম নেতা ফুয়াদ হালিম, মম্মদ সেলিমও আক্রান্ত হয়েছিলেন, তবে তাঁরা সুস্থ হয়ে যান।