Ranveer Allahbadia (Photo Credit: Instagram)

ইন্ডিয়াস গট লেটেন্টে (India's Got Letent) অশ্লীল মন্তব্য করার কারণে খবরের শিরোনামে এসেছেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranbir Allahbadia)। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআরও দায়ের হয়েছে। এই অবস্থায় সম্প্রতি সুপ্রিম কোর্টে দারস্থ হয়েছিলেন তিনি। যদিও মুম্বই পুলিশ সূত্রে খবর, শুক্রবার থেকেই যোগাযোগ করা যাচ্ছে না বিতর্কিত এই ইউটিউবারের সঙ্গে। তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও নম্বর সুইচড অফ জানাচ্ছে। সেই সঙ্গে বাড়িও বন্ধ রয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। এমনকী তাঁর আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না বলে খবর।

প্রসঙ্গত, সম্প্রতি ইউটিউবে সময় রায়নার একটি শো ইন্ডিয়াস গট ল্যাটেন্টে এসে বাবা-মায়ের যৌন সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। যা নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় ওড়ে। শুধু রণবীর নয়, সময় রায়না, অপূর্বা মাখিজা, আশিষ চঞ্চলানি, জসপ্রীত সিং নামে বিখ্যাত ইউটিউবারদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।

দেখুন পোস্ট