Indian Migrants In US Military Plane (Photo Credit: X/Dr.Rakesh Pathak)

দিল্লি, ১৪ ফেব্রুয়ারি: ভারতীয়দের (Indian) নিয়ে ফের আসবে মার্কিন বিমান (US Plane)। ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি মার্কিন বিমান আরও একবার পাঞ্জাবের (Punjab) অমৃতসরে (Amritsar) হাজির হবে। যা নিয়ে ইতিমধ্যেই ফের শোরগোল শুরু হয়েছে। কেন অমৃতসরকেই বেছে নেওয়া হচ্ছে মার্কিন বিমান নামার জন্য, এমন প্রশ্ন তুলছেন বিরোধীরা। হরিয়ানা (Haryana) বা গুজরাটে (Gujarat) কেন নামছে না মার্কিন বিমান? পাঞ্জাবকে বদনাম করতেই একাধিকবার মার্কিন বিমান অমৃতসরে নামানো হচ্ছে বলে অভিযোগ পাঞ্জাবের মন্ত্রী হরপাল সিং চিমা। তিনি আরও অভিযোগ করেন, ইচ্ছে করে পাঞ্জাবকে বদনাম করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তাই অমৃতসরকে বেছে নেওয়া হয়েছে। ভারতীয়দের নিয়ে যে বিমানগুলি আসেছে, তাদের কেন বেছে বেছে অমৃতসরে নামানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে পাঞ্জাব সরকার। অমৃতসরের পরিবর্তে আহমেদাবাদে মার্কিন বিমান নামানো হোক বলে দাবি করেন পাঞ্জাবের মন্ত্রী।

আরও পড়ুন: US C-17 Military Aircraft Lands Amritsar: অবশেষে ভারতীয়দের নিয়ে অমৃতসরে নামল মার্কিন সেনা বিমান

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদী বর্তমানে আমেরিকায় রয়েছেন। ফলে ভারতীয়দের কেন হাতকড়া পরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরানো হচ্ছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কথা বলা উচিত। এমন মন্তব্যও করেন পারগত সিং।

সবকিছু মিলিয়ে মার্কিন বিমানের পাঞ্জাবে অবতরণ নিয়ে ফের রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যার জেরে আপের পাশাপাশি কংগ্রেসের তরফেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোলা হচ্ছে আঙুল।