Madhubala (Photo Credit: X)

নয়াদিল্লি: আজ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিন। আজকের দিনেই এক সুন্দরী মেয়ের জন্ম হয়েছিল, চাঁদের মতো মুখ দেখে মানুষ তাঁর দিকে তাকিয়ে থাকত। অসংখ্য মানুষ তাঁর সৌন্দর্যে আকৃষ্ট হয় এবং প্রেমে পড়ে। গোটা বিশ্ব সেই মেয়েটিকে অভিনেত্রী মধুবালা (Madhubala) হিসেবে চেনে। তাঁকে 'ভারতীয় চলচ্চিত্রের শুক্র' হিসেবেও স্মরণ করা হয়।

মধুবালা ১৯৩৩ সালের ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে আতাউল্লাহ খান এবং আয়েশা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। ১১ ভাইবোনের মধ্যে মধুবালা ছিলেন পঞ্চম। তাঁর সৌন্দর্যের কথা সর্বত্র আলোচিত হয়েছিল। অভিনেত্রী পরিবারের দায়িত্ব পালনের জন্য খুব কম বয়সেই কাজ শুরু করেছিলেন। ১৯৪২ সালে, মাত্র ৯ বছর বয়সে মধুবালা 'বসন্ত' ছবিতে কাজ করেন এবং এখান থেকেই তাঁর চলচ্চিত্র জীবন শুরু হয়। এই ছবির জন্য তিনি মাত্র ১৫০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।

মমতাজ কীভাবে মধুবালা হয়ে ওঠেন?

নয় বছর বয়সে তাঁর নাম রাখা হয় বেবি মমতাজ। তাঁর আসল নাম ছিল মমতাজ জাহান দেহলভী। সেই সময়ের বিখ্যাত অভিনেত্রী দেবিকা রানী মমতাজকে তাঁর নাম পরিবর্তন করে মধুবালা রাখার পরামর্শ দিয়েছিলেন। মধুবালা 'নীল কমল' ছবির মাধ্যমে প্রধান অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। মধুবালা 'ফাগুনি', 'হাওড়া ব্রিজ', 'কালা পানি' এবং 'চলতে কা নাম গাড়ি'র মতো ছবিতে তার অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। কালজয়ী 'মুঘল-এ-আজম' ছবিতে তাঁর চরিত্রটি অমর হয়ে ওঠে।