অভিযোগকারী এবং তাঁর বাবা (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ফের সরকারি কলেজে(Government College) র‍্যাগিং(Ragging)-এর ঘটনা। এবার র‍্যাগিং-এর অভিযোগে বরখাস্ত ৭ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে কেরলের তিরুবনন্তপুরমের একটি সরকারি কলেজে। ৭ সিনিয়রের বিরুদ্ধে র‍্যাগিং-এর অভিযোগ আনেন এক প্রথম বর্ষের পড়ুয়া। তাঁকে বারবার আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ ওই পড়ুয়ার। ইতিমধ্যেই ওই ৭ পড়ুয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ফের দেশে র‍্যাগিং-এর ঘটনা

সংবাদসংস্থা এএনআইকে অভিযোগকারী বলেন, "একবার না আমার উপর বারবার নির্যাতন চালানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।" অন্যদিকে অভিযোগকারীর বাবা বলেন, "এই অন্যায়ের বিচার চাই। আমার ছেলেকে বারেবারে আক্রমণ করেছে ওরা। আইনের পথে হাঁটব। অপরাধীদের স্বাস্তি হোক।" এই ঘটনায় কেরলের শিক্ষামন্ত্রী ডঃ আর বিন্দু বলেন, "ডিরক্টরেট অফ কলেজিয়েট এডুকেশন এবং অ্যান্টি র‍্যাগিং কমিটির তরফে অভিযোগ পেয়েছি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে চরম পদক্ষেপ করা হবে। শিক্ষাক্ষেত্রে এই ধরনের ঘটনা কোনও মতেই বরদাস্ত করা হবে না।"

ফের র‍্যাগিং-এর শিকার প্রথম বর্ষের পড়ুয়া, বরখাস্ত ৭

কেরলের শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া