আগামিকাল, বুধবার থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দীর্ঘ ৮ বছর পর ক্রিকেটের বিশ্বের সেরা আটটি দেশকে নিয়ে আইসিসি-র চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হচ্ছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরবআমিরশাহি-তে। রাজনৈতিক কারণে ভারত এবার পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায়, টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার সব কটি ম্যাচই হচ্ছে দুবাইয়ে। এমনকি রোহিত শর্মা-রা সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও দুবাইয়ে খেলবেন। আর ভারত ছাড়া টুর্নামেন্টের বাকি সব কটি খেলাই হবে পাকিস্তানের তিনটি কেন্দ্রে-লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। ভারত না উঠলে ফাইনাল হবে লাহোরে, আর টিম ইন্ডিয়া খেললে সেটি হবে দুবাইয়ে।

এবার আট দলের আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ডের মত টেস্ট খেলিয়ে দেশেরা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খাতায় কলমে বেশ শক্তিশালী ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। চোট আঘাতে জর্জরিত হয়ে প্রথম সারির অনেক তারকা ক্রিকেটার না খেললেও স্টিভ স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়াও বেশ ভাল দল। পাকিস্তানে সদ্য ত্রিদেশীয় সিরিজে জিতে নিউ জিল্যান্ডও প্রমাণ করেছে তারা কতটা শক্তিশালী। সাম্প্রতিককালে আফগানিস্তানও আইসিসি টুর্নামেন্টে বারবার চমকে দিচ্ছে। বাকি থাকল বাংলাদেশের কথা। বাংলাদেশ গ্রুপে অন্তত একটা ম্যাচে অঘটন ঘটাতে মরিয়া। আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করে হয়েছে। গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। গ্রুপের ম্যাচে তাই অন্তত তিনটি খেলাতেই জিতলে তবে শেষ চার পুরোপুরি নিশ্চিত হতে পারে।

এক নজরে দেখে নেওয়া এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নানা কথা।

গ্রুপ বিন্যাস

গ্রুপ এ- ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড, বাংলাদেশ

গ্রুপ বি- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান

ক্রীড়াসূচি-

গ্রুপ এ-র ম্যাচ

১৯ ফেব্রুয়ারি- পাকিস্তান বনাম নিউ জিল্যান্ড (করাচি)

২০ ফেব্রুয়ারি- ভারত বনাম বাংলাদেশ (দুবাই)

২৩ ফেব্রুয়ারি- ভারত বনাম পাকিস্তান (দুবাই)

২৪ ফেব্রুয়ারি- নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ (রাওয়ালপিন্ডি)

২৭ ফেব্রুয়ারি- পাকিস্তান বনাম বাংলাদেশ (রাওয়ালপিন্ডি)

২ মার্চ- ভারত বনাম নিউ জিল্যান্ড (দুবাই)

গ্রুপ বি-র ম্যাচ

২১ ফেব্রুয়ারি- দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান (করাচি)

২২ ফেব্রুয়ারি- অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (লাহোর)

২৫ ফেব্রুয়ারি- অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (রাওয়ালপিন্ডি)

২৬ ফেব্রুয়ারি- ইংল্যান্ড বনাম আফগানিস্তান (লাহোর)

২৮ ফেব্রুয়ারি- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান (লাহোর)

১ মার্চ- ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (করাচি)

প্রথম সেমিফাইনাল

৪ মার্চ- দুবাই

৫ মার্চ- লাহোর

ফাইনাল

৯ মার্চ- ভারত খেললে দুবাই। ভারত না খেললে লাহোরের গদ্দাফি স্টেডিয়াম।

কখন থেকে শুরু খেলা?

টুর্নামেন্টের সব কটি ম্যাচ দিন রাতে। ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে সব কটি খেলা শুরু হবে।

অধিনায়করা

ভারত- রোহিত শর্মা, পাকিস্তান-মহম্মদ রিজওয়ান, নিউ জিল্যান্ড- মিচেল স্যান্টনার, বাংলাদেশ-নাজমুল হোসেন শান্তো।

অস্ট্রেলিয়া-স্টিভ স্মিথ , দক্ষিণ আফ্রিকা- তেম্বা বাভুমা, ইংল্যান্ড- জোস বাটলার, আফগানিস্তান- হাসমাতুল্লহা শাহিদি।

টিভিতে কোথায় দেখা যাবে টুর্নামেন্টের সব খেলা?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে টুর্নামেন্টের সব কটি ম্যাচ। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩ দেখানো হবে খেলা।

ইন্টারনেটের মাধ্যমে কীভাবে দেখা যাবে টুর্নামেন্টের সব খেলা?

জিও হটস্টার-এর মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।

ফেভারিটরা- ভারত, অস্ট্রেলিয়া হট ফেভারিট। ডার্ক হর্স পাকিস্তান ও নিউ জিল্যান্ড। চমকে দেওয়ার ক্ষমতা আছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকারও।

খেতাব জয়ীরা-

অস্ট্রেলিয়া ও ভারত দুবার করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জিতেছে। প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। এবারের আগে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। ইংল্যান্ডে আয়োজিত ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জেতে পাকিস্তান। নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ একবার করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জেতে।

ICC Champions Trophy: কোন বছরে কারা চ্যাম্পিয়ন হয়:

১৯৯৮: দক্ষিণ আফ্রিকা

২০০০: নিউ জিল্যান্ড

২০০২: ভারত ও শ্রীলঙ্কা (যুগ্ম চ্যাম্পিয়ন)

২০০৪: ওয়েস্ট ইন্ডিজ

২০০৬: অস্ট্রেলিয়া

২০০৯: অস্ট্রেলিয়া

২০১৩: ভারত

২০১৭: পাকিস্তান

২০২৫:?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার স্কোয়াডঃ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার ম্যাচ:

২০ ফেব্রুয়ারি- বাংলাদেশের বিরুদ্ধে

২৩ ফেব্রুয়ারি- পাকিস্তানের বিরুদ্ধে

২ মার্চ- নিউ জিল্যান্ডের বিরুদ্ধে

(তিনটি খেলাই দুবাইয়ে। ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে শুরু)