G Kamalini (Photo Credit: WPL/ X)

G Kamalini, Mumbai Indians WPL: উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ইতিহাসে সর্বকনিষ্ঠ অভিষেক হয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ তারকা জি কামালিনীর। গতকাল, ১৮ ফেব্রুয়ারি, বাঁ-হাতি এই ব্যাটার ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে ১৬ বছর ২১৩ দিন বয়সে অভিষেক করেন। ২০২৩ সালের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে তার প্রথম ডাব্লুপিএল ক্যাপ পেয়েছেন কামালিনী। এর আগে শবনম শাকিল ২০২৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিপক্ষে ম্যাচে ১৬ বছর ২৬৩ দিন বয়সে গুজরাট জায়ান্টসের হয়ে অভিষেক করেন। এছাড়া কামলিনী এবং শবনমের মতোই ভিজে জোশিথা ১৮ বছর ২০৫ দিন বয়সে আরসিবির হয়ে সর্বকনিষ্ঠ ডব্লিউপিএল অভিষেক করেন। এদিকে, বাঁ-হাতি স্পিনার পরিণিকা সিসোদিয়াও এমআইয়ের হয়ে তার প্রথম ক্যাপ পেয়েছেন। পারুনিকা বিশ্বকাপে ১০ উইকেট নেন। MI W vs DC W, WPL 2025: ডব্লিউপিএলে আম্পায়ার বিতর্ক! রান আউট ড্রামার মাঝেই শেষ বলে জিতল দিল্লি

সবচেয়ে কম বয়সে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক জি কামালিনীর

গুজরাট জায়ান্টস মহিলা বনাম মুম্বই ইন্ডিয়ান্স মহিলা স্কোরকার্ড

গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এরপর হেইলি ম্যাথিউসের তিন উইকেট, ন্যাট-স্কিভার ব্রান্ট এবং অ্যামেলিয়া কেরের দুটি উইকেট জায়ান্টদের ১২০ রানে অলআউট করে দেয়। সহায়তা করেছিল। এরপর স্কিভার-ব্রান্ট ব্যাট হাতে তার দ্বিতীয় হাফসেঞ্চুরি করেন। তিনি ৩৯ বলে ৫৭ রান করে মুম্বইকে পাঁচ উইকেট এবং ২৩ বল বাকি থাকতেই জয় এনে দেন। কামালিনী ৪ রানে অপরাজিত থাকেন। এই জয়ের ফলে মুম্বই পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং জায়ান্টদের নেট রান রেট ধাক্কা খেয়েছে এবং তারা তৃতীয় স্থানে নেমে এসেছে।

মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেটে ১২২ (স্কিভার-ব্রান্ট ৫৭, কের ১৯, গৌতম ২-১৫, মিশ্র ২-৪০) গুজরাট জায়ান্টস ১২০ (দেওল ৩২, গৌতম ২০, ম্যাথিউস ৩-১৬, কের ২-২২) ৫ উইকেটে হারায়।