Doomsday Fish (Photo Credit: X)

দিল্লি, ১৮ ফেব্রুয়ারি: আবারও কোনও  বিপর্যয় আসতে চলেছে? এমনই গুঞ্জন শুরু হয়েছে। এবার 'ডুমসডে ফিস' ('Doomsday' Fish) দেখা গেল মেক্সিকোতে (Mexico)। মেক্সিকোর সমুদ্র সৈকতে ডুমসডে ফিস-এর দেখা পান সেখান হাজির বেশ কয়েকজন। ফলে পৃথিবী জুুড়ে আবার কোথাও কোনও ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় (Disaster) আসতে চলেছে কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। মেক্সিকোর পাশাপাশি ক্যানারি দ্বীপের সৈকতেও এই মাছটি ভেসে আসে বলে খবর। যে মাছ চোখে পড়তেই তা নিয়েস্থানীয়দের মধ্যে যেমন জল্পনা শুরু হয়, তেমনি নতুন করে ভয়ে কেঁপে উঠতে শুরু করে প্রায়গোটা বিশ্ব।

রিপোর্টে প্রকাশ, গত ১০ ফেব্রুয়ারি ওরফিস অর্থাৎ ডুমসডে ফিস নামে ওই মাছটিকে ক্যানারি দ্বীপের সৈকতে ভেসে আসতে দেখা যায়। মাছটি সৈকতে ভেসে আসতেই সেই ছবি হু হু করে ভাইরাল হয়ে যায় অন্তর্জালে। এরপরই গোটা বিশ্বের কোথাও না কোথাও ফের সমুদ্রে কোনও না কোনও প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে বলে অনেকের মনে আশঙ্কা জাগছে। 'সমুদ্র দেবতার বাহন' বলে মনে করা হয় এই ওরফিসকে। তাই এই ডুমসডে নামের মাছ যখনই সৈকতে ভেসে আসে, তারপরই প্রকৃতিক বিপর্যয়ে কেঁপে ওঠে পৃথিবীর কোনও না কোনও প্রান্ত।

সৈকতে ভেসে এল ডুমসডে ফিস, ছড়াচ্ছে আতঙ্ক....

 

ওরফিসের সেই ছবি অন্তর্জালে ভাইরাল হতেই কেউ লেখেন, নিশ্চয়ই এবার কোনও না কোনও বিপর্য আসছে। কেউ লেখেন, প্রত্যেকবার বিপর্যয়ের আগেইএই মাছের দেখা মেলে। কেউ লেখেন, এবার ভয়াবহ ভূমিকম্প আসছে। তাই সমুদ্রের গভীর থেকে সৈকতে উঠে এসেছে জুমসডে ফিস। কেউ লেখেন, এবার যে কী হতে চলেছে, কেউ জানে না। কেউ বলেন, এবার আবার ভয়াবহ সুনামি আসছে। কেউ লেখেন, মাছটিকে জলে ছেড়ে দেওয়া হোক। দেখা যাক, কী হয়।

৩৬ ফুট লম্বা ৪৪৪১ কেজির এই মাছ সৈকতে ভেসে এসে, কোন ভয়ানক বিপর্যয় ডেকে নিয়ে আসে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।