হকি প্রো লিগে ফের হারল ভারতীয় পুরুষ হকি দল। মঙ্গলবার ভূবনেশ্বরকে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে ১-৪ গোলে পরাস্ত হল ভারতীয় পুরুষ হকি দল। স্কোরবোর্ডে জার্মানির একপেশে জয় দেখালোও ম্য়াচের প্রথম তিনটি কোয়ার্টারে বেশ লড়েছিলেন অমিত রোহিদাস, মনপ্রীত সিং-রা। কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের ৯ মিনিটে গুরজান্ত সিংয়ের গোলে সমতায় ফিরেছিল টিম ইন্ডিয়া। কিন্তু প্রথম কোয়ার্টারের শেষেরর দিকে ফের গোল হজম করে ১-২ পিছিয়ে পড়ে ভারত।

এরপরের দুটি কোয়ার্টারে দুটি দলই তুলমূল্য লড়াই করতে থাকে। কিন্তু চতুর্থ কোয়ার্টারে খেই হারিয়ে আরও দুটি গোল হজম করে শেষ পর্যন্ত অমিত রোহিদাসরা ১-৪ হেরে বসেন। ভূবনেশ্বরে চলতি প্রো লিগে তিনটি খেলে ভারতের এটি দ্বিতীয় হার। এর আগে শনিবার স্পেনের কাছে ১-৩ গোলে হেরেছিল ভারতীয় পুরুষ হকি দল। তবে তারপর দিন স্পেনকে  ২-০ গোলে হারান অমিতরা।

হকিতে হার

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)