RG Kar Medical College and Hospital (Photo Credits: X)

একমাসেরও বেশি সময় হয়ে গেল আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা। তারপর থেকে এখনও পর্যন্ত কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। বিগত কয়েকদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। আজ সেই ধর্না কর্মসূচির চতুর্থ দিন। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসকদের। এবং এই নির্দেশের পর রাজ্য সরকারের তরফ থেকেও একাধিকবার ডাক্তারদের আন্দোলন তুলে নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তাঁরা নিজেদের অবস্থানে অনড়। আর এই কর্মবিরতির কারণে এখনও পর্যন্ত ২৯ জন রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। গত বৃহস্পতিবারও নবান্নের সভাঘর থেকে এই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

শুক্রবার এই সংক্রান্ত টুইটও করে ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এটা দুঃখজনক ও দুর্ভাগ্যজনক বিষয় যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার অচলাবস্থা চলছে, যার ফলে এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। শোকাহত পরিবারদের প্রতি আমরা সাহায্যের হাত বাড়িয়েছি এবং প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এই সিদ্ধান্ত রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে।

যদিও চিকিৎসা পরিষেবায় গাফিলতি থাকার কারণে যে রোগীরদের মৃত্যু হয়েছে এই অভিযোগ মানতে নারাজ জুনিয়র চিকিৎসকেরা। আন্দোলনরত চিকিৎসকদের দাবি, কোনও রোগীরই বিনা চিকিৎসায় মৃত্যু হয়নি। সিনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন। প্রয়োজনে তাঁরাও বাড়তি ডিউটি করছেন। এমনিতেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা হওয়ার কারণে অনেক রোগীর চিকিৎসায় চলাকালিন মৃত্যু হচ্ছে।