কলকাতা, ১২ জুলাই: Jagannath Sarkarˍ: লোকসভা ভোটে বাংলায় বিপর্যয় হয়েছে বিজেপি-র। বাংলায় ৩২টি লোকসভা আসন জয়ের লক্ষ্যে নেমে নেতাদের ব্যক্তি ক্যারিশ্মা বাদ দিলে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই হেরেছে বিজেপি। ভরসার উত্তরবঙ্গেও ভোট ব্যাঙ্কে ধস নেমেছে। তবে হতাশা নিয়ে পড়ে থাকতে নারাজ গেরুয়া শিবির। ২৪ লোকসভায় ভোটে হারের ধাক্কা কাটিয়ে দু বছর পর বাংলা বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল করতে ঝাঁপাচ্ছে বিজেপি। আর দেরি না করে এখন থেকেই মমতা সরকারের বিরুদ্ধে পথে নামছে রাজ্য বিজেপি। তার আগে নিজেদের সংগঠনটা পুরোপুরি গুছিয়ে নিতে চাইছে গেরুয়া শিবির। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। মন্ত্রী হওয়ায় সুকান্তকে দলীয় রাজ্য সভাপতির পদ ছাড়তে হচ্ছে। ফলে বঙ্গ বিজেপির সিংহাসন ফাঁকা হচ্ছে। সুকান্তর উত্তরসূরি কে হতে পারেন তা নিয়ে জোর জল্পনা চলছে।
জোর জল্পনা, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বঙ্গ বিজেপির সভাপতি হতে চলেছেন। এই খবর বাংলার এক জনপ্রিয় সংবাদপত্রে প্রকাশিতও হয়েছে। দক্ষিণবঙ্গে বিজেপির ভরাডুবির মধ্যে একমাত্র রানাঘাটেই অনায়াসে জিতেছে বিজেপির জগন্নাথ সরকার। আর রানাঘাটে দিদির প্রার্থীকে ধরাশায়ী করে জগন্নাথ জেতেন ১ লক্ষ ৮৬ হাজার ৮৯৯ ভোটের ব্যবধানে। দার্জিলিং বাদ দিলে বাংলায় একমাত্র রানাঘাটেই ৫০ শতাংশের বেশী ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী। টানা দুটো লোকসভা, বিধানসভা ভোটে জগন্নাথ যেভাবে জিতছেন তাতে দলে তার গ্রহণযোগ্যতা দারুণ বেড়েছে। জগন্নাথের পিছনে আরএসএসের আর্শীবাদ রয়েছে বলেও খবর। স্বচ্ছ ভাবমূর্তি, কাজের লোক, তুখোড় রাজনৈতিক বুদ্ধির কারণেই জগন্নাথকে বাংলার বাজি করতে পারেন নরেন্দ্র মোদী-অমিত শাহ-রা। বাংলায় বিজেপির রাজ্যসভাপতি পদে দুটো নাম নিয়ে খুব জল্পনা চলছিল- হুগলিতে পরাজিত লকেট চট্টোপাধ্যায় ও মেদিনীপুরে পরাস্ত হওয়া অগ্নিমিত্রা পল।
দেখুন খবরটি
Backed by RSS, BJP MP from Ranaghat Mr. Jagannath Sarkar will be the new president of the Bengal BJP.
- Front Page news in Bartaman Newspaper( 2nd most read Bangla daily).
— Sourav || সৌরভ (@Sourav_3294) July 12, 2024
শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ-কেও নিয়েও জল্পনা চলেছে। রাজ্য সভাপতির পদে অগ্নিমিত্রার কাজে খুশি দল। কিন্তু অগ্নিমিত্রাকে এখনই রাজ্য সভাপতির মত বড় পদ দিতে চাইছেন না বিজেপির শীর্ষ নেতৃত্ব। লকেটের বিপক্ষে যাচ্ছে পরপর দুটো ভোটে খারাপভাবে হারার বিষয়টি। সেখানে একের পর এক ভোটে জেতা জগন্নাথ-কে সভাপতি করলে দলের সংগঠনের পক্ষে দারুণ হবে বলে মনে করছে দিল্লি বিজেপি।
শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ, শান্তনু ঠাকুরকে বাদ দিলে ব্যক্তি ক্যারিশ্মায় ভোটে জেতার মশলা রয়েছে জগন্নাথ সরকারের। দিলীপ ঘোষের পর বঙ্গ বিজেপির দায়িত্ব এসে একেবারেই ভাল কিছু করতে পারেননি সুকান্ত মজুমদার। বাংলায় মমতা বিরোধী হাওয়া রয়েছে, দিল্লি বিজেপির কাছে অর্থ শক্তি, কেন্দ্রে ক্ষমতায় থাকার সব সুবিধাই পেয়েছিলেন সুকান্ত। কিন্তু দিলীপের হাত ধরে লোকসভায় বঙ্গে ১৮টি-তে জিতে সাবালক হওয়ার পর ২১ বিধানসভায় ভরাডুবি আর ২৪ লোকসভা বিপর্যয়-সুকান্ত দলীয় সংগঠনকে কাঙ্খিত সাফল্য এনে দিতে পারেননি। এবার কী হয় সেটা দেখার।