কলকাতা, ২৩ মে: আম্ফান (Amphan Cyclone) তাণ্ডবে ভেসে গেছে বইপাড়া। জলের মধ্যে ভাসছে হাজার হাজার বই। ছবি দেখে শিউরে উঠেছিলেন বইপ্রেমীরা। লকডাউনের জেরে এমনিতেই ধুঁকছিল কলেজস্ট্রিট (College Street)। আম্ফান যেন তার মধ্যেই বই বিক্রেতাদের কাছে হয়ে উঠল ‘গোদের উপর বিষফোঁড়া’-র মত। লক্ষ লক্ষ টাকার বই নষ্ট। নষ্ট হয়ে গিছে দুর্মূল্য বহু বই-নথি-পত্র। সময় যত এগোচ্ছ, স্পষ্ট হচ্ছে কোটি ছাড়িয়ে গেছে ক্ষতির অঙ্ক। উপায় না পেয়ে অবশেষে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানানোর পথে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড (Guild)। আরও পড়ুন: আম্ফান ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ চব্বিশ পরগণা পরিদর্শনে যাওয়ার পথে দিলীপ ঘোষকে রাস্তায় আটকাল পুলিশ
ইতিমধ্যেই দোকানের মালিকরা এসে পৌঁছেছেন বইপাড়ায়। এখনও জল নামেনি পুরোপুরি। বই আর কাদা মিলেমিশে একাকার। চোখের সামনে নিজেদের দোকানের পরিস্থিতি দেখে আবেগবিহ্বল হয়ে পড়েছেন অনেকেই। কীভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। সেই পরিকল্পনাই তাঁরা করে চলেছেন দিন রাত। আবেগবিহ্বল হয়ে গেলেও তাঁরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ। এই কঠিন সময় থেকে ঘুরে দাঁড়াতেই হবে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে কলেজ স্ট্রিটের দুর্দশার ছবি তুলে ধরে, সাহায্যের আর্জি জানাবেন গিল্ড। গিল্ড কর্তা ত্রিদিব চ্যাটার্জি ফেসবুকে লিখেছেন, “বইপাড়া জলে ভাসছে! কত লক্ষ টাকার বই কাদা হয়ে গেল, কত প্রকাশক ও বইবিক্রেতা সর্বস্বান্ত হলেন, তার কোন সীমা পরিসীমা নেই। আমাদের পাশে থাকুন বন্ধুরা। থাকুন রাজ্য ও কেন্দ্র সরকার। আপনাদের সাহায্য সহমর্মিতা আমাদের বাঁচিয়ে তুলবে। লকডাউনে ছিলাম অর্ধমৃত, এখন মুমূর্ষু । অনুগ্রহ করে একটু দৃষ্টিপাত করুন সবাই।”