কলকাতা পুরসভার ভোট বিধানসভা নির্বাচনের পরে পরেই অনুষ্ঠিত হবে। তবে তাতে কি, আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে যখন গোটা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে তখন পুরসভা নির্বাচনের জন্য আগাম ঘর গোছানো শুরু করেদিল তৃণমূল কংগ্রেস। ২০১৫ ও ২০১৯ এর পুরসবা নির্বাচনে তৃণমূল ঠিক কোন কোন ওয়ার্ডে হেরেছে। কোন কোন ওয়ার্ডে ভোটসংখ্যা কম এসেছে। সবকিছুর চুলচেরা হিসেব নিকেশ ও পর্যালোচনা শুরু হল বলে। বৃহ্স্পতিবার তৃণমূল ভবনে এনিয়ে  কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলর এবং পুর এলাকার মধ্যে থাকা বিধানসভার বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন কতকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনিই এই বিষয়ে আলোচনা করেন। এমনকী, যেসব বরো এলাকায় তৃণমূলের লিড কম ছিল, সেসব এলাকার কাউন্সিলররা যদি আগামী ভোটে দলের তরফে লিড বাড়াতে পারেন তাহলে দল তাঁদের কথা বিশেষ করে ভাববে। এমনকী, সেই কাউন্সিলরের তহবিলে অতিরিক্ত এক কোটি টাকা উন্নয়ন খাতে পুরস্কার হিসেবে দেওয়া হবে। গত লোকসভা ভোটের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর-সহ কলকাতার ৫১টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল। বিধানসভা ভোটে সেই পিছিয়ে পড়া ওয়ার্ডগুলোতেই ‘লিড’ পাওয়ার লক্ষ্যে তৃণমূল ওই পুরস্কার ঘোষণা করেছে।