নয়দিল্লিঃ সংশোধিত ওয়াকফ আইন (Waqf Bill 2025) ইস্যুতে অশান্ত মুর্শিদাবাদ (Murshidabad)। হিংসার আগুন ছড়িয়ে পড়েছে এই শহরের দিকে-দিকে। একদিকে যখন জ্বলছে মুর্শিদাবাদ, ঘর ছাড়া বহু মানুষ তখন এই ঘটনাকে 'স্বাভাবিক' বললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim)। এই প্রসঙ্গে তিনি বলেন, "এটা স্বাভাবিক ঘটনা। বাংলার পরিস্থিতি উদ্বেগজনক নয়। মানুষ বাংলা থেকে বাংলাতেই যাচ্ছেন, রাজ্যের মধ্যেই রয়েছেন তাই দুশ্চিন্তার কোনও কারণ নেই। ডিজিপি পরিস্থিতির দিকে নজর রেখেছেন।"
মুর্শিদাবাদ প্রসঙ্গে কী বলছেন ববি?
শুধু তাই নয়, গুজরাটের উদাহরণ টেনে এনে ববি বলেন, "এই ঘটনা নিয়ে এত হই-হট্টগোলের প্রয়োজন আছে বলে মনে করি না। গুজরাটে এর চেয়ে বড় ঘটনা ঘটেছিল। তখন কিন্তু সবাই চুপ ছিল। তবে যা ঘটেছে বা ঘটছে তা নিন্দনীয়। বাংলার পবিত্র ভূমিতে যারা আঘাত করছে তাঁদের অবিলম্বে চিহ্নিত করতে হবে।" সবশেষে ফিরহাদ বলেন, "“যাঁরা অপরাধী তাঁরা অপরাধী। তাঁদের কাছে কোনও রাজনৈতিক রং নেই।" প্রসঙ্গত, ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্ত মুর্শিদাবাদ। ধুলিয়ান্ম সামসেরগঞ্জ, জঙ্গিপুর সহ একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। ঘর ছাড়া বহু মানুষ। প্রাণে বাঁচতে গঙ্গা পেরিয়ে মালদহে আশ্রয় নিচ্ছেন তাঁরা। পুড়িয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি, দোকাপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে থমথমে মুর্শিদাবাদ শহর। নতুন করে আর কোনও হিংসার খবর মেলেনি।
'স্বাভাবিক ঘটনা' মুর্শিদাবাদ প্রসঙ্গে মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের
#WATCH | Kolkata | On Murshidabad exodus, TMC leader and West Bengal Minister Firhad Hakim says, "They are migrating within Bengal only... Everything is alright... The situation happened, it happened... Though it is condemnable and police will uncover who was behind it..." pic.twitter.com/4KH5A5hLmv
— ANI (@ANI) April 14, 2025