ভারত-পাকিস্তানের মধ্যে শত্রুতা দীর্ঘদিনের। জম্মু-কাশ্মীর দখলের চেষ্টা হোক বা ভারতে অশান্তি ছড়ানোর জন্য বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ঘটনা, কোনওকিছুই নতুন নয়। তবে ইউপিএ সরকার পাকিস্তানকে কতবার শায়েস্তা করেছে এই প্রশ্ন বিজেপি অনেকদিন ধরেই তুলে আসছে। সম্প্রতি অপারেশন সিঁদুর আচমকা বন্ধ করে যুদ্ধবিরতি ঘোষণা হতেই এনডিএ সরকারকে চেপে ধরেছে ইন্ডিয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আমেরিকার সামনে আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ তুলছে বিরোধী শিবির।

কটাক্ষ ফিরহাদ হাকিমের

এই প্রসঙ্গে শনিবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “গাঁয়ে মানে না আপনি মোড়ল। ভারতীয় সেনা এতদিন সাহসিকতার সঙ্গে পাকিস্তানকে জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনও কৃতিত্ব ছিল না। বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছেন তিনি। সেটা অ্ন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছেন একমাত্র আমাদের সেনা জওয়ানরা। তাঁদের আমরা স্যালুট জানাই”।

দেখুন সুকান্ত মজুমদারের বক্তব্য

পাল্টা জবাব সুকান্ত মজুমদারের

ফিরহাদের এই মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পরেই বালাকোট এয়ার স্ট্রাইক করেছি, পুলওয়ামা হামলার পর পাকিস্তানে ঢুকে আমরা জবাব দিয়েছি। এমনকী পহেলগাম হামলার পর অপারেশন সিঁদুর করা হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস তো একসময় ইউপিএ ১-এর অংশ ছিল। সেই সময় এই ধরনের কোন ঘটনা ঘটেছে। তখন ভারতীয় সেনার হাত বাধা ছিল, এখন সেই বাধা হাত খুলে দিয়েছে। তারপর থেকে সেনারা নিজেদের মতো পাকিস্তানকে জবাব দিচ্ছে”।