Firhad Hakim (Photo Credits: X)

ফিরহাদ  ৩০ অনুষ্ঠানে এসে ধর্মীয় অসমতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর বক্তব্য ছিল, উপরওয়ালার আশির্বাদে আমরা খুব শীঘ্রই সংখ্যালঘুর থেকে সংখ্যাগুরুর সংখ্যগুরু হয়ে যাব। একদিন আমরা এমন জায়গায় পৌঁছাব যে বিচারের জন্য লড়াই করতে হবে না। বরং আমরাই বিচার দেব। তাঁর এই মন্তব্যের পরেই রাজ্য তো বটেই, দেশজ়ুড়ে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে এই নিয়ে বিজেপি সমালোচনা করতে উঠেপড়ে লেগেছে। বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসও ফিরহাদের মন্তব্যের দায় ছেড়েছে। এমনকী তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নেবে বলে জানিয়েছে দল।

এই অবস্থায় এবার বাবার হয়ে সাফাই দিতে এগিয়ে এলেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিম। সম্প্রতি একটি সংংবাদমাধ্যমে সাক্ষাৎকার তিনি বলেন, বাবা উর্দুতে যেটা বলেছেন, সেটা বাংলায় অনুবাদ করতে গিয়ে ভুল ব্যাখ্যা ধরা হচ্ছে। বাবা যেটা বোঝাতে চেয়েছেন, তার অর্থ হল, আমরা সংখ্যালঘু আছি ঠিকই, কিন্তু যদি শিক্ষার সুযোগ পাই, তাহলে আমরা মন থেকে সংখ্যাগুরু হয়ে যাব। ৩৩ শতাংশ রয়েছি বলে হিনমন্যতায় না ভুগে এমন কিছু করতে হবে যাতে জীবনে সফল হওয়া যায়।

প্রসঙ্গত, পুরমন্ত্রীর ফিরহাদ ৩০ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। যারা  সংখ্যলঘু শিশুদের শিক্ষা ও দক্ষতা বাড়াতে সাহায্য করে। ফলে এদিন অনুষ্ঠানে এসে তাঁদের শিক্ষা ও দক্ষতা বাড়ানোর জন্য এই বক্তব্য পেশ করেছিলেন।