Close
Advertisement
 
বুধবার, জানুয়ারী 22, 2025
সর্বশেষ গল্প
5 minutes ago

Trump Supporters Storm US Capitol Building: ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল বিল্ডিং হামলার নিন্দায় সরব নরেন্দ্র মোদি

বিদেশ Sarmita Bhattacharjee | Jan 07, 2021 12:33 PM IST
A+
A-

Trump Supporters Storm US Capitol Building: ক্ষমতা ধরে রাখতে একেবারে রাগে অন্ধ হয়ে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার জনসভায় সমর্থকদের ক্ষেপিয়ে তুলে বলেছিলেন, লড়াই তাঁরা ছাড়ছেন না। সমর্থকরা নেতার মান রাখতে শেষমেশ ক্যাপিটল বিল্ডিংয়ে (US Capital building) ঢুকে পড়ার চেষ্টা করল। সেই সময় ক্যাপিটল বিল্ডিংয়ের ভিতরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত সিলমোহর দিতে হাউস অফ রিপ্রেসেন্টেটিভ ও সেনেটের বৈঠক চলছিল। নিরাপত্তা বলয় ভেঙে সেখানেই ঢুকে পড়ার চেষ্টা করে ট্রাম্পের সমর্থকরা। স্বাভাবিকভাবেই নিরাপত্তা কর্মীদের সঙ্গে উত্তেজিত সমর্থকদের মুখোমুখি সংঘর্ষ লেগে যায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

RELATED VIDEOS