
দিল্লি, ১৬ জুন: ইজরায়েলের (Israel) দিকে একের পর এক ব্যালিস্টিক মিসাইল (Ballistic Missile) ছুঁড়ছে ইরান। ইজরায়েলের রাজধানী তেল আভিভে (Tel Aviv) শুরু হয়েছে হামলা। তেল আভিভের পাশাপাশি ইজরায়েলের বন্দর শহর হাইফা এবং গুরুত্বপূর্ণ শহর ইসফাহানেও আছড়ে পড়তে শুরু করেছে ইরানের একের পর এক মিসাইল। যার জেরে ইজরায়েলের রাজধানী তেল আভিভ, হাইফার মত শহরগুলি দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। ইরানের (Iran) মিসাইল হামলার কাছে কার্যত অসহায় হয়ে পড়ে ইজরায়েল রবিবার।
ইরানের শক্তিশালী মিসাইলের আঘাতে ইতিমধ্যেই ২৪ জনের মৃত্য়ু হয়েছে। রবিবার ইরান যেভাবে ইজরায়েলের একাধিক জায়গায় হামলা চালায়, তার একাধিক ভিডিয়ো (Viral Video) সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। যেখানে দেখা যায়, ইজরায়েলের দিকে আগুনের গোলার মত ছুটে যাচ্ছে একের পর এক মিসাইল।
শুধু তাই নয়, সৌদি আরব (Saudi Arabia) থেকে ভিডিয়ো রেকর্ড করা হয়েছে বলে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের তরফে ভিডিয়ো পোস্ট করা হয়। যে ভিডিয়োর মাধ্যমে দেখা যায়, ইরানের শক্তিশালী মিসাইলগুলি পরপর উড়ে যেতে শুরু করেছে ইজরায়েলের দিকে এবং তা তীব্র গতিতে।
দেখুন সেই ভিডিয়ো যেখানে ইরানের মিসাইল উড়ে যাচ্ছে ইজরায়েলের দিকে...
Recorded from an airplane over Saudi Arabia.
You can see ballistic missiles launched from Iran towards Israel.#Iran #IranIsrael pic.twitter.com/a39XgUYlGW
— JR2 (@JanR210) June 16, 2025
অন্যদিকে ইজরায়েল যদি আবার হামলা চালানোর চেষ্টা করে ইরানে, তাহলে পাকিস্তান তেল আভিভের উপর পরমাণু বোমা ফেলবে। এমনই দাবি করে তেহরান। তবে পাকিস্তানকে নিয়ে যে দাবিই করুক না কেন, ইসলামাবাদ ইতিমধ্যেই তেহরানের সীমান্ত আটকে দিয়েছে। ইরান থেকে যাতে কেউ পাক সীমায় প্রবেশ করতে না পারে, তার জন্য করা হয়েছে ওই ব্যবস্থা।