
Iran State TV Attacked: এবার একেবারে ইরানের রাজধানী তেহরানের বুকে হামলা ইজরায়েলের। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ এদিন বিকেলে ঘোষণা করে, ইরানের আকাশপথ এখন তাদের দখলে। এরপরই তেহরানকে লক্ষ্য করে মিসাইলের বর্ষণ করতে থাকে ইজরায়েল। এরই মধ্যে তেহরানে ইজরায়েলের জাতীয় টিভি চ্যানেলে ( Islamic Republic of Iran Broadcasting HQ ) আছড়ে পড়ল মিসাইল। সেই সময় ইরানের জাতীয় টিভি চ্যানেলে একটি অনুষ্ঠানে সরাসরি দর্শকদের ইরানের ওপর আক্রমণ নিয়ে কথা বলছিলেন এক সঞ্চালিকা। প্রচণ্ড জোরে তাঁর অফিসে মিসাইলের আঘাত হানে। স্টুডিও-র একাংশ ভেঙে পড়ে। নিভে যায় আলো। ধ্বংসস্তুপের একটা অংশ গায়ে লাগে সঞ্চালিকার। প্রাণে বাঁচতে লাইভ অনুষ্ঠানের মাঝেই ছুটে পালান সঞ্চালিকা। চ্যানেলে সব অনুষ্ঠান বন্ধ করে, কালো স্ক্রিন হয়ে যায়। পরে জানা যায় ইরানের জাতীয় টিভির সদর কার্যলয়ে বড় ক্ষতি হয়েছে।
দেখুন কীভাবে মিসাইল আঘাতের পর লাইভ অনুষ্ঠানের মাঝে পালালেন সঞ্চালিকা
JUST IN - Iran state TV attacked. pic.twitter.com/yNr7WqbFGd
— Disclose.tv (@disclosetv) June 16, 2025
ইরানের জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের হামলায় কী অবস্থা হল
Israel strikes the Islamic Republic of Iran Broadcasting HQ in Tehran. https://t.co/xjYDTGk4hE pic.twitter.com/Z5kIr0L3Lb
— Sidhant Sibal (@sidhant) June 16, 2025
ইরানের ৪ সেনা আধিকারীকে প্রাণে মারল ইজরায়েল
তেল আভিভের হামলার পাল্টায় ইরানের ৪ পদস্থ সেনা আধিকারিককে উড়িয়ে দিল ইজরায়েল। ইজরায়েলি সেনা বাহিনীর তরফে প্রকাশ করা হয়েছে এই খবর। আইডিএফ জানিয়েছে, মহম্মদ কাজ়েমি, মহম্মদ হাসান মোহাকিক, মহসিন বাকরি এবং আবু-আল-ফাদল-নিকউই নামে ৩ গোয়েন্দা আধিকারিককে নিকেশ করেছে ইজরায়েল। ইরান যখন ইজরায়েলে জোর কদমে হামলা শুরু করেছে, একের পর এক বহুতল গুঁড়িয়ে দিচ্ছে, সেই সময় তেল আভিভ (Tel Aviv), ইসফাহান, হাইফা জুড়ে ২৪ জনের মৃত্যু হয়। এসবের মাঝেই এবার ইরানে পালটা প্রত্যাঘাত করে ৪ পদস্থ গোয়েন্দা কর্তাকে নিকেশ করে বেঞ্জামিন নেতানিয়াহু বাহিনী। যে খবর আইডিএফের (IDF) সোশ্যাল হ্যান্ডেলের তরফে পরপর পোস্ট করা হয়। প্রসঙ্গত ইরানের পরমাণু কেন্দ্রে প্রথমে হামলা চালায় ইজরায়েল।
ইজরায়েলের বুকে গত দু দিন ধরে বারবার ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান
এরপরই ইরানের তবরিজ় বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ইজরায়েল। নিকেশ করা হয় ২ প্রথম সারির সেনা কর্তাকে। যারপরই তেড়ে ওঠে ইরান। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ইজরায়েল যা করেছে, তার ফল ভুগতে হবে। ইরানের হুমকির পরপরই ইজরায়েলের দিকে ছোঁড়া হয় বহু ড্রোন এবং মিসাইল। ইরানের মিসাইল (Iranian Missile) হামলায় ইজরায়েলের আয়রন ডোমের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। এরপরই পশ্চিম এশিয়ায় ক্রমশ অশান্তি ছড়াতে শুরু করে। উত্তাল হয়ে ওঠে গোটা মধ্য-প্রাচ্য।