Close
Advertisement
 
শুক্রবার, জানুয়ারী 24, 2025
সর্বশেষ গল্প
15 seconds ago

TMC MP Dev Wishes Yash: 'মতাদর্শ আলাদা আমাদের কিন্তু উদ্দেশ্য একটাই'

বিনোদনের খবর Sarmita Bhattacharjee | Feb 19, 2021 05:24 PM IST
A+
A-

২১-র নির্বাচন যত এগিয়ে আসছে, টলি পাড়ার সেলেবদের বিজেপিতে যোগদানের হিড়িক যেন বাড়ছে। একদিকে দলবদলের স্রোত অন্যদিকে সেলেবদের বিজেপিতে যোগদান- সবমিলিয়ে শাসকদলের কপালে চিন্তার ভাঁজ। এরমধ্যেই বিজেপিতে যোগদান দেওয়ার পরই যশ দাশগুপ্তকে শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ দেব। তারকা সাংসদ দেবের কথায়, "রাজনীতির দুনিয়ায় তোমাকে স্বাগত। তুমি যে রাজনৈতিক মতাদর্শেই বিশ্বাসী হও না কেন, আমার শুভেচ্ছা সবসময়ই তোমার সঙ্গে রয়েছে।" বিরোধী শিবির থেকে দেবই প্রথম শুভেচ্ছা জানালেন অভিনেতা-বন্ধু যশ দাশগুপ্তকে। কাজ, বন্ধুত্ব, রাজনীতি- দেবের কাছে এই তিনটি বিষয়ই যে একেবারে আলাদা আলাদা জায়গায় অবস্থান করে সেটি স্পষ্ট করলেন অভিনেতা দেব। যশ দাশগুপ্তও দেবকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন টুইটারে। বিজেপি নেতা যশ দাশগুপ্তের কথায়, "অনেক ধন্যবাদ বন্ধু... আমাদের মত, চিন্তাভাবনা এক নাই-ই হতে পারে কিন্তু আমাদের লক্ষ্য অবশ্যই এক অর্থাৎ মানুষের সেবা করে যাওয়া।" রাজনীতির আঙিনায় বরাবরই সৌজন্যবোধ দেখিয়ে এসেছেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা সুপারস্টার দেব।

RELATED VIDEOS