দিল্লিতে (Delhi) ফের ভাঙা হল বস্তি। এবার প্যাটেল নগর এলাকার কমপক্ষে ৩০০-এর বেশি বস্তি গুড়িয়ে ফেলা হল বুলডোজার দিয়ে। বাস্তুচ্যুত. হলেন একাধিক পরিবার। যাঁদের মধ্যে অনেকে ৩০ বছরের বেশি সময় ধরে ওই এলাকায় বসবাস করছেন। অভিযোগ, বুধবার সকালে কোনও নোটিশ ছাড়াই রেল প্রশাসন বস্তি ভেঙে ফেলার কাজ শুরু করে। এই নিয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেন। তবে পুলিশি নিরাপত্তায় শেষমেশ ভেঙে ফেলা হয় ৩০০-এর বেশি বাড়ি।

বস্তি ভাঙা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। প্যাটেল নগরে এসে প্রতিবাদ দেখাতে শুরু করেছেন প্যাটেল নগর এলাকার প্রাক্তন বিধায়ক শিবচরণ গোয়েল সহ আপ কর্মী, সমর্থকরা। প্রাক্তন বিধায়ক বলেন, “রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বস্তি সরিয়ে ওই এলাকায় ঘর বানিয়ে দেওয়া হবে। কিন্তু গত চারমাস ধরে রাজ্যে শুধু বস্তিই ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু ঘর বানানোর কাজ এখনও শুরু হয়নি”।

দেখুন ভিডিয়ো

বিরোধীতা করেছেন আতিশি

এদিকে প্যাটেল নগর ছাড়াও কালকাজি এলাকাতেও বস্তি ভাঙার কাজ শুরু হয়েছে। সেই নিয়েও প্রতিবাদ শুরু করেছে আপ। আম আদমি পার্টির নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশি বলেন, “এটা গরীব বিরোধী সরকার। প্রতিশ্রুতি দিয়ে শুধু বস্তি ভেঙে ফেলা হচ্ছে। পুনর্বাসনের কোনও ব্যবস্থা করছে না সরকার”।