
বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় (Air India Flight Crash) মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর। লন্ডনগামী এই বিমানে করে নিজের মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু সেই যাত্রা আর হল না। রানওয়ে ছাড়ার মাত্র ২ মিনিটের মাথায় আহমেদাবাদের জনবহুল এলা্কায় আছড়ে পড়ে এই বিমানটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪১ জন যাত্রীর। শুধুমাত্র একজন যাত্রী এই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে এসেছেন। এই মৃত্যুতালিকায় রয়েছে বিজয় রূপানীর নামও। যদিও তাঁর দেহ এখনও সনাক্ত করা যায়নি। সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করছে তাঁর মৃতদেহ খুঁজে বের করার।
রূপানী পরিবারের সঙ্গে কথা বলেন খাড়গে
শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যায় কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেঘানিনগরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা। এছাড়া সিভিল হাসপাতাল আহতদের সঙ্গেও দেখা করেন তাঁরা। এরপর ভিডিয়ো কলিংয়ের মাধ্যমে রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে কথা বলেন খাড়গে। কথা বলেন বিজয় রূপানীর স্ত্রী ও ছেলের সঙ্গে। তাঁদের শান্তনা দেন মল্লিকার্জুন খাড়গে।
দেখুন ভিডিয়ো
Watch: Congress President Mallikarjun Kharge spoke via video call with the son and wife of former Gujarat Chief Minister Vijay Rupani, who lost his life in the crash of Air India Flight AI171
(Video Source: Congress MP Shaktisinh Gohil/X) pic.twitter.com/PytxQhrVcW
— IANS (@ians_india) June 14, 2025
মৃতদের দেহ সনাক্ত প্রক্রিয়া চলছে
প্রসঙ্গত, এই দুর্ঘটনায় মৃত যাত্রীদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ। আসলে ঘটনার সময় যাত্রীদের দেহ আগুনে ঝলসে গিয়েছে। যার ফলে কাউকেই সনাক্ত করা যাচ্ছে না। সেই কারণে মৃতদের এবং তাঁদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার মাধ্যমে তাঁদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।