
Rekha Gupta: অরবিন্দ কেজরিওয়ালের দশ বছরের সরকারকে সরিয়ে দিল্লিতে প্রতিষ্ঠা হয়েছে বিজেপি সরকার। ২৭ বছর পর দেশের রাজধানী শহরের শাসনভার পদ্ম-শিবিবের হাতে। ক'মাস আগে দিল্লি ভোটে বিজেপির বড় জয়ের পর মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্ত (CM Rekha Gupta)। আর দিল্লিতে রেখা গুপ্ত সরকারের আজ, রবিবার ১০০ দিন পূর্ণ হল। দিল্লিতে বিজেপি সরকারের একশো দিনের পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 'বিশ্বাসের ১০০ দিন'(Vishwas ke 100 Din) নামের এক সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত-কে বড় মালা পরানো হয়।
ক মাস আগে দিল্লি ভোটে ৭০টির মধ্য়ে ৪৮টি আসনে জিতে সরকার গড়ে বিজেপি
দিল্লি সরকারের মন্ত্রীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত বছর ডিসেম্বরে দিল্লিতে বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে বিজেপি জেতে ৪৮টিতে। সেখানে কেজরিওয়ালের আপ জেতে মাত্র ২২টি-তে। কেজরিওয়াল নিজের কেন্দ্র নয়া দিল্লিতেই হারেব বিজেপির পরবেশ ভর্মার কাছে।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে সংবর্ধনা
#WATCH | Delhi Chief Minister Rekha Gupta participates in a public meeting 'Vishwas ke 100 din' organised to mark the completion of 100 days of the BJP government in Delhi. pic.twitter.com/CeeSLcbc25
— ANI (@ANI) June 8, 2025
শালীমার বাগের প্রথমবারের বিধায়কই এখন দিল্লির মুখ্যমন্ত্রী
নির্বাচনের পর শালীমার বাগের প্রথমবারের বিধায়ক রেখা গুপ্ত-কে মুখ্যমন্ত্রী করে বিজেপি। রেখা গুপ্ত-র মন্ত্রিসভায় আছেন পরবেশ ভর্মা, কপিল মিশ্র-র মত হেভিওয়েট নেতারা। ক্ষমতায় বসার প্রথম দিনে রেখা গুপ্ত-কে বেশ কয়েকটি বড় চ্য়ালেঞ্জের সামনে পড়তে হয়েছে। নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি মেনে মহিলাদের বাতা শুরু করেছেন মুখ্যমন্ত্রী রেখা। তবে বুলডোজার দিয়ে গরীবদের বাড়ি ভাঙা ইস্যুতে এখন তাঁর সরকার কিছুটা কোণঠাসা। তবে কেজরিওয়াল এখনও কামব্যাকের ময়দানে না নামায় তেমন বড় কোনও চাপের মধ্যে পড়তে হচ্ছে না রেখা গুপ্ত-কে।