আহমেদাবাদে বিমান দুর্ঘটনার (Air India Flight Crash) ২৪ ঘন্টা পার। এথনও অধিকাংশ বিমানযাত্রীর মৃতদেহ সনাক্ত করতে পারছেন না তাঁদের পরিবারের সদস্যরা। মৃতদেহগুলি আগুনে পুড়ে ঝলসে গিয়েছে, ফলে তাঁদের ডিএনএ-র নমুনা সংগ্রহ করতে গিয়েও হিমসিম থেতে হচ্ছে চিকিৎসকদের। অন্যদিকে দুর্ঘটনার কারণে যাঁরা আহত হযেছেন তাঁদেরও চিকিৎসা চলছে। যদিও দুর্ঘটনাটি কেন ঘটল, কার গাফিলতি ছিল, বিমানে কোনও সমস্যা ছিল কিনা, এই বিষয় এখনও সকলের অজানা। এই অবস্থায় দুর্ঘটনার কারণ জানতে কেন্দ্রের ওপর ক্রমশ চাপ সৃষ্টি করছেন বিরোধীরা।

বিমান দুর্ঘটনা নিয়ে অগ্নিমিত্রা পালের মন্তব্য

এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, অবশ্যই এই ঘটনার তদন্ত হবে। পহেলগামে ২৬ জনের মৃত্যুর জবাব এই বিজেপি সরকার যেমন দিয়েছে, তেমনই ২৪১ জনের মৃত্যুর কারণ সঠিক ও নিরপেক্ষভাবেই জানা যাবে। এই ঘটনাটি কীভাবে ঘটল, কারা এর জন্য দায়ী, সবকিছুই প্রকাশ্যে আসবে। এখন সরকারের কাছে প্রাধান্য পাচ্ছে মৃতদের সনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া। অনেক দেহ সনাক্ত করাই যাচ্ছে না। সেই দেহগুলি সনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়াই আপাতত প্রধান কাজ। ধীরে ধীরে তদন্তও শুরু হবে।

দেখুন অগ্নিমিত্রা পালের মন্তব্য

আহমেদাবাদে বিমান দুর্ঘটনা

প্রসঙ্গত, গতকাল আহমেদাবাদের মেঘানিনগরে দুপুর ১:৩৮ নাগাদ আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ২৪১ জন যাত্রীর। শুধুমাত্র একজন যাত্রীই এই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরে। এছাড়া দুর্ঘটনাস্থলে একাধিক স্থানীয় বাসিন্দা মেডিকেল কলেজ পড়ুয়ারও মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।