কলকাতা, ১১ জুন: দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মহেশতলা (Maheshtala)। দুই গোষ্ঠীর সংঘর্ষে মহেশতলা যখন উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশ (Police) তা থামানোর চেষ্টা করে। তবে উত্তেজনা কমার নাম নেয়নি। উলটে বেড়েই চলে। সংঘর্ষ এবং উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে পরিস্থিতি ক্রমাগত হাতের বাইরে বেরিয়ে যেতে শুরু করে। পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে, বেশ কয়েকজন প্রশাসনের কর্মী আহত হন বলে খবর মেলে। পুলিশকে লক্ষ্য করে ইঁট বৃষ্টি যেমন চলতে শুরু করে, তাতে উত্তেজনা আরও বেড়ে যায়। উত্তেজনা বাড়তে শুরু করায়, স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। ফলে পুলিশ কেন সংঘর্ষ এবং উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে পারল না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
ওই ঘটনার পর বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে সংঘর্ষের বিভিন্ন মুহূর্তের ছবি উঠে আসে। বিজেপি নেতা অভিযোগ করেন, 'পশ্চিমবঙ্গে হিন্দুরা ক্রমাগত আক্রান্ত হচ্ছেন। এটাই বাংলার বর্তমান পরিস্থিতি' বলে দাবি করেন সুকান্ত মজুমদার। তিনি আরও অভিযোগ করেন, 'মহেশতলা থানার সামনে শিব মন্দির ভাঙা হয়েছে। স্থানীয় হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন বলেও অভিযোগ করেন সুকান্ত। পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করতে পারছে না' বলেও সুকান্ত অভিযোগ করেন। সেই সঙ্গে যদি কোনও 'সিংঘম' পুলিশ অফিসার উত্তেজনা নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তাঁর মাথা ভেঙে দেওয়া হয় বলেও দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি।
দেখুন সুকান্ত মজুমদার যে ভিডিয়োগুলি পোস্ট করেন, তা নিয়ে জোর তরজা শুরু হয়ে যায়...
The incident took place under the jurisdiction of Rabindranagar Police Station in Maheshtala, which falls under the infamous @DiamondHrbrPD. To be blunt—this is yet another burning example of the Bhaipo's so-called ‘Diamond Model’.
If you want to understand the reality Bengali… pic.twitter.com/SQ9nuLtWSn
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 11, 2025
এসেবর পাশাপাশি মহেশতলায় তুলসি মঞ্চ ভেঙে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।