থমথমে রবীন্দ্রনগর (ছবিঃ এক্স)

কলকাতাঃ বৃহস্পতিবার সকালেও থমথমে মহেশতলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবীন্দ্রনগর এলাকায় অতিরিক্ত পুলিশ। থানা সংলগ্ন এলাকায় মোতায়েন পুলিশ। এলাকায় এলাকায় চলছে রুট মার্চ। রবীন্দ্রনগর থানা এলাকায় মোট ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাদিয়াল থানা এলাকা থেকে গ্রেফতার ১২ জন। সকাল থেকেই এলাকায় এলাকায় মাইকিং করছে পুলিশ। এলাকায় জারি করা হয়েছে ১৬৩ ধারা। এখনও পর্যন্ত তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। শুধু রবীন্দ্রনগরই নয়, নাদিয়াল থানাতেও দায়ের হয়েছে এফআইআর। বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে গোটা এলাকা। আংশিক খোলা থাকবে দোকানপাট। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। এলাকায় যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায় সেদিকে নজর রাখছে পুলিশ। আতঙ্কে ঘর থেকেই বের হতে চাইছে না স্থানীয়রা। উল্লেখ্য, বুধবার বিকেলে গোষ্ঠী দ্বন্দের জেরে উত্তেজিত হয়ে ওঠে রবীন্দ্রনগর থানা এলাকা। থানার সামনে রীতিমতো তাণ্ডব চালানো হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন চালানো হয়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। থানার সামনেই পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন একাধিক পুলিশ কর্মী।

এখনও থমথমে রবীন্দ্রনগর, এলাকায় এলাকায় চলছে রুটমার্চ