পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদে শামিল হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার ডানলপে নির্বাচনী জনসভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সেই সাহাগঞ্জের মাঠেই মোদি-শাহকে শব্দবাণে বিধ্বস্ত করে দেন তিনি। ডানলপ, জেসপের মালিক পবন রুইয়ার বাড়িতে বিজেপি নেতাদের আনাগোনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলনেত্রী। বাড়ির বউকে কয়লা চোর বলেছে বিজেপি, তাই তাদের গায়েই ময়লা বলে আক্রমণ শানিয়েছেন মমতা। এদিকে বৃহস্পতিবার রাজ্যে রয়েছেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার একগুচ্ছ কর্মসূচি। নৈহাটিতে পরিবর্তন যাত্রা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়া থেকে শুরু করে সায়েন্সসিটিতে বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক। সেখানে আবার মহাগুরু মিঠুন চক্রবর্তীও থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। আর এদিনই ইলেকট্রিক স্কুটিতে চেপে হাজরা থেকে রাজ্য সচিবালয় নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফইরহাদ হাকিম সেই স্কুটির চালকের আসনে থাকবেন। পেট্রোপণ্যের মূলবৃদ্ধি নিয়ে অনেকদিন ধরেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস এই কারণ মিছিল মিটিং অবস্থান বিক্ষোভ-সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। বারাসতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছেন সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার।