Kunal Ghosh's Answer To Trollers (Photo Credit: FB)

কলকাতা, ২ জুন: বাবা-মায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছোটবেলার ছবি দেখিয়ে কুৎসা করা হচ্ছে। বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে ছোট অভিষেককে। যে ছবি প্রকাশ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে অনেকে কুৎসা করছেন। যার পিছনে বিজেপি যেমন রয়েছে, তেমনি বিরোধীদের একাংশও রয়েছে বলে পালটা দাবি করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) এই ধরনের অপমান যে একেবারেই অনভিপ্রেত, তা স্পষ্ট করে দেন কুণাল ঘোষ।

আরও পড়ুন: Sharmistha Panoli Case: আমরা ধর্মীয় বিভাজনের পক্ষে নই, শর্মিষ্ঠা পানোলির গ্রেফতারি নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করলনে কুণাল ঘোষ

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন সারা জীবন ধরে। সেই কারণেই ভারতীয়দের পাশাপাশি প্রবাসীরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসেন। তাই যে বা যাঁরা এই ধরনের অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হোক বলে স্পষ্ট জানান কুণাল।

দেখুন কুণাল ঘোষ কী লিখলেন...

এসবের পাশাপাশি যাঁর বই দেখে এই ছবি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে, তাঁর বিরুদ্ধেও বধূ নির্যাতনের অভিযোগ ছিল বলে জানান কুণাল ঘোষ। ওই লেখকের পুত্রবধূ তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন বার বার। এমন কথাও বলতে শোনা যায় কুণাল  ঘোষকে। ওই ব্যক্তির পুত্রবধূ যদি ক্যানসারে আক্রান্ত না হতেন এবং প্রয়াত না হতেন, তাহলে কী হত, সে বিষয়েও কুণাল ঘোষকে মন্তব্য করতে শোনা যায়।

সবকিছু মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বা যাঁরা অপপ্রচার করবেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বলেন তৃণমূল কংগ্রেস (TMC) মুখপাত্র।