Mamata Banerjee Attacks Narendra Modi (Photo Credit: Facebook)

কলকাতা, ২৯ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আলিপুরদুয়ারের বৈঠক শেষ হতেই পালটা সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, অপারেশন সিঁদূরের মত অপারেশন বেঙ্গল করবেন বলেছেন মোদী। এই কথা একজন প্রধানমন্ত্রী হয়ে কীভাবে বললেন বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অপারেশন বেঙ্গল বলে বাংলার মাটিকে আপনি অপমান করেছেন বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন বেঙ্গল বলে জঙ্গিদের সঙ্গে বাংলার তুলনা করলেন। সাংবাদিক বৈঠক থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও বলেন, অপারেশন সিঁদূরের কথা বলতে প্রতিনিধি দল বিদেশে চলে গেল। আর আপনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে পাবলিসিটি করছেন বলে কটাক্ষ মমতা। সেই সঙ্গে যে জঙ্গিরা বোনেদের সিঁদূর মুছে দিয়েছে, তাদের কেন এখনও গ্রেফতার করতে পারলেন না বলে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশকে রক্ষা করতে পারেন না আবার বড় বড় কথা বলেন। বুলি আওড়ান বসে। এমন মন্তব্যও করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: 'বেঙ্গল টাইগারের' মাটিতে এসে পাকিস্তানের দিকে হুঙ্কার ছাড়লেন মোদী

বাংলায় যেমন নিরাপত্তা আছে, বিশ্বের কোথাও তা নেই। তার জন্য আমরা গর্বিত বলে জানান মুখ্যমন্ত্রী।

শুধু নিজের পাবলিসিটি। নিজের নামে সব প্রকল্প করেন। কেন নিজের নামে প্রকল্প করেন বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মোদীকে আক্রমণ করে মমতা বলেন,  সবচেয়ে বেশি দুর্নীতি তো বিজেপির রাজ্যে। এসএসসির শিক্ষকদের কথা বলেন। তা তো আর তৃণমূল কংগ্রেস করেনি। সিপএম আর বিজেপি আদালতে মামলা করেছে। মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এসবের পাশাপাশি বাংলায় স্বাস্থ্য সাথী রয়েছে। তাই কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের কোনও প্রয়োজন নেই বলে জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বাংলার চিকিৎসা ব্যবস্থা গোটা দেশের মধ্যে ভাল বলেও জানান মুখ্যমন্ত্রী।