Live
'বেঙ্গল টাইগারের' মাটিতে এসে পাকিস্তানের দিকে হুঙ্কার ছাড়লেন মোদী
পশ্চিমবঙ্গ
Jayeeta Basu
|
May 29, 2025 02:34 PM IST
মুর্শিদাবাদ এবং মালদায় যা হয়েছে, তা এখানকার সরকারের নির্মমতার উদাহরণ। আলিপুরদুয়ারে হাজির হয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে এভাবেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী আরও বলেন, তোষণের নাম করে গুন্ডাদের হাত খুলে দেওয়া হয়েছিল। তার জেরেই মুর্শিদাবাদ এবং মালদার ওই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন মোদী। এই বাবেই কি সরকার চলে বলে প্রশ্ন প্রধানমন্ত্রী। এসবের পাশাপাশি সরকার যাঁরা পরিচালনা করেন, সেই সমস্ত দলীয় কর্মীরা কিছু মানুষের ঘরবাড়ি চিহ্নিত করে পুড়িয়ে দেয় আর পুলিশ সেখান চুপ করে বসে থাকে। পুলিশ কীভাবে দর্শকের ভূমিক াপলান করে বলে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বাংলায় এমন দিন এসেছে যে প্রত্যেকটি বিষয়ে আদালতকে হস্তক্ষেপ করতে হয়। কোনও বিষয়ে আদালত হস্তক্ষেপ না করলে, তার সমাধান হয় না বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তাই বাংলার মানুষ বর্তমান সরকারকে চায় না বলেই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
শুনুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...