West Bengal CM Mamata Banerjee on Uttarakhand Helicopter Crash (Photo Credits: X)

কেদারনাথ, ১৫ জুনঃ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বীভৎস বিমান দুর্ঘটনার (Air India Plane Crash) দুদিন পরেই উত্তরাখণ্ডে দুর্ঘটনার কবলে যাত্রিবাহী হেলিকপ্টার (Uttarakhand Helicopter Crash)। এক শিশু-সহ সাত জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে যাত্রিবাহী হেলিকপ্টারটি ভেঙে পড়ে। দুর্ঘটনার শোক জ্ঞাপন করে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমো লিখলেন, 'এয়ার ইন্ডিয়ার পর আরও একটি বিমান দুর্ঘটনা। এবার উত্তরাখণ্ডের কেদারনাথ থেকে, গৌরীকুণ্ডের গুপ্তকাশী অঞ্চলে। হেলিকপ্টারটিতে একটি শিশু এবং পাইলট সহ মোট ৭ জন আরোহী ছিলেন'।

উত্তরাখণ্ডের হেলিকপ্টার দুর্ঘটনায় মমতার এক্স বার্তাঃ

উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন কর্তৃপক্ষের তরফে দুর্ঘটনার পর বিবৃতি জারি করে জানানো হয়েছে, রবিবার ভোর ৫টা ২০ নাগাদ কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে যাত্রিবাহী হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার জেরে হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে। ভোরের দিকে ঘন কুয়াশায় ঢাকা ছিল চারিদিক। যার ফলে হয়তো দুর্ঘটনার কবলে পড়েছে পুণ্যার্থী বোঝাই হেলিকপ্টার।

হেলিকপ্টারে থাকা ৭ জনেরই মৃত্যুঃ

কেদারনাথ থেকে গুপ্তকাশী যাতায়াত করার জন্যে অন্যতম পরিবহন মাধ্যম এই হেলিকপ্টার। পুণ্যার্থীদের অনেকেই কেদার ধামের ক্ষেত্রে হেলিকপ্টার ব্যবহার করেন। এদিনও কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী ফিরছিল পুণ্যার্থী বোঝাই ওই হেলিকপ্টার। কেদারনাথ ধাম যাত্রা করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শিশু-সহ ছয় যাত্রীর। মারা গিয়েছেন পাইলটও। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামী।