কলকাতা, ২৭ মে: চাকরিহারাদের (SSC Teachers) জন্য বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, ৩১ মে এর মধ্যে আইন মেনে কাজ করা হচ্ছে। জারি করা হচ্ছে নোটিফিকেশন। আইনজ্ঞদের সঙ্গে কথা বলে বিজ্ঞাপন দিতে হবে ৩০ মে এর মধ্যে। যেহেতু ৩১ মে এর মধ্যে করার কথা বলা হয়েছে আদালতের তরফে। সেই অনুযায়ী রিভিউয়ের জন্য অপশন রয়েছে। তাই রিভিউয়ের পথ খোলা হচ্ছে। যাঁরা অনলাইনে আবেদন করবেন, তাঁরা ১৬ জুন পর্যন্ত সময় পাবেন। অর্থাৎ ১৪ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন চাকরিহারারা।
এসবের পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, কাউন্সেলিং হবে নভেম্বরের মধ্যে। নিয়ম মেনে নভেম্বরের মধ্যে কাউন্সেলিং হবে। রিটেন টেস্ট, স্ক্রুনিটি, ইন্টারভিউ সবকিছু হবে নিয়ম মেনে। ২৪, ২০৩টি পদে নিয়োগ করা হবে। সেই অনুযায়ী দেওয়া হবে বিজ্ঞাপন। যাঁদের বয়স পেরিয়ে গিয়েছে, তাঁরাও যাতে পরীক্ষায় বসতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। যাঁদের টাকা ফেরতের কথা বলা হয়েছে, যাঁদের বাতিল করা হয়েছে, তাঁরা অন্য দফতরে যোগ দিতে পরেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষা দফতরে লোক লাগবে। ফলে শিক্ষা দফতরে যাঁরা কাজ করতেন, তাঁদের চাকরি বাতিল হয়েছে (গ্রুপ সি, গ্রুপ ডি), তাঁরা আবেদন করতে পারেন। কারও চাকরি চলে যাক, এটা রাজ্য সরকার চায় না। তাই মানবিকতার স্বার্থে শিক্ষা দফতর-সহ আরও বেশ কয়েকটি দফতরে তাঁরা আবেদন করতে পারবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ সি, গ্রুপ ডি এর জন্য আলাদা করে দেখা হবে। শিক্ষকদের নোটিফাই করার ৩-৪ দিন পর গ্রুপ সি, ডি এর টা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
চাকরির পরীক্ষা দেব না। এমন কথা কেউ বলবেন না। তাহলে চাকরিটাই তো থাকবে না বলে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তবে বিচারের দায়িত্ব আমার হাতে নেই। আমরা মানবিকভাবে তুলে ধরব যে কারও চাকরি বাতিল না হয়, সে বিষয়ে। এমন কথাও বলেন মুখ্যমন্ত্রী।