Digha Jagannath Dham (Photo Credit: FB)

কলকাতা, ১১ জুন: স্নান পূর্ণিমায় আজ জগন্নাথদেবের স্নান যাত্রার (Jagannath Dev's Snana Yatra 2025) অনুষ্ঠান। ১১ জুন সকাল ৯.৩৫ থেকে শুরু হয়েছে স্নান যাত্রার অনুষ্ঠান। পুরীতে জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) যেমন স্নান যাত্রার অনুষ্ঠান শুরু হয়েছে, তেমনি দিঘাতেও (Digha)  আজ প্রচুর মানুষের সমাগম হয়েছে। জগন্নাথদেবের স্নান যাত্রা উপলক্ষ্যে দিঘার (Digha Jagannath Dham) মন্দিরে মানুষের ঢল নামতে শুরু করেছে। জগন্নাথদেবের স্নান যাত্রায় বাড়ি থেকে ভোগের সামগ্রী পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে গাছের কাঁঠাল এবং গাছের আম পাঠানো হয় দিঘার জগন্নাথ মন্দিরে। মুখ্যমন্ত্রী যে বিশেষ উপকরণ পাঠান,  ১১ জুন বিকেলে তা মহাপ্রভুর ভোগে সংযুক্ত করা হবে।

এসবের পাশাপাশি স্নান যাত্রায় মহাপ্রভুকে ১০৮টি তীর্থক্ষেত্র থেকে আনা জল দিয়ে স্নান করানো হবে। যার মধ্যে থাকছে মধু, দই, দুধ, ঘি এনং চিনি। সেই সঙ্গে ফলের মিষ্টি রসও মেশানো হয়েছে স্নান যাত্রার এই বিধিতে। সকাল থেকে পবিত্র মন্ত্রোচ্চারণ করে সম্পন্ন হচ্ছে  জগন্নাথদেবের স্নান যাত্রার উৎসব।

আরও পড়ুন: Jagannath Dev's Snana Yatra 2025: স্নান পূর্ণিমায় জগন্নাথদেবের স্নান যাত্রার উৎসব সম্পন্ন, কী এই অনুষ্ঠানের বৈশিষ্ট দেখুন

দেখুন দিঘার জগন্নাথ মন্দিরের স্নান যাত্রার উৎসব...

সবকিছু মিলিয়ে জগন্নাথদেবের স্নান যাত্রার অনুষ্ঠানে সেজে উঠেছে গোটা দিঘার মন্দির চত্ত্বর।