
কলকাতা, ১৬ জুনঃ বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি ভাঙচুরের ঘটনা ঘিরে চটেছেন ভারতীরা। অন্তর্বর্তী ইউনূস সরকারের বিরুদ্ধে কার্যত ফুসছেন এপার বাংলার বাঙালিরা। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওপার বাংলার সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে হামলা এবং ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সোমবার কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিল করল রাজ্য বিজেপি। মিছিলের প্রথম সারিতে দেখা গিয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়দের (Locket Chatterjee)। এদিনের মিছিলের গন্তব্য ছিল কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস। কর্মকর্তাদের দেখা করেছেন বিজেপি নেতৃত্বরা।
বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর
সোমবার শিয়ালদহ স্টেশন থেকে দুপুর ৩টায় এই অভিযান শুরু হয়েছে। দলে দলে বিজেপি কর্মী-সমর্থকরা যোগ দিয়েছেন। বাংলাদেশ উপদূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বললেন, 'বৈঠকে পাঁচজন নেতা উপস্থিত ছিলেন। বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনার পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক কিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছে বৈঠকে। যেমন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কেন ভাঙচুর করা হল? কেন হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে বাংলাদেশে? কেন ইউনূস সরকার পদক্ষেপ নিচ্ছে না? সংখ্যালঘু হিন্দুদের জনসংখ্যা কেন কমছে সেখানে?' অগ্নিমিত্রার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুহাম্মদ ইউনূসও তোষণের রাজনীতি করেন।
ফুঁসছেন অগ্নিমিত্রাঃ
#WATCH | Kolkata | On meeting with Bangladesh Dy High Commission, BJP leader Agnimitra Paul says, "5 leaders were there (in the meeting) and raised some pertinent questions like why was the house of Rabindranath Tagore's house vandalized?... Why are Hindus being attacked (in… https://t.co/BtaGTjMEgP pic.twitter.com/5y86gXrMAM
— ANI (@ANI) June 16, 2025
ক্ষুব্ধ বিজেপি বিধায়ক আরও বললেন, 'ইসলামী মৌলবাদী শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ইউনূস সরকার। আর এই ধরণের ইসলামী মৌলবাদীরা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে চায় না'।