নীতি আয়োগের (NITI Aayog) এবারের বৈঠকে যোগ দিলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু তিনি নন কেরলের মুথ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও এই বৈঠকে যোগ দেননি। যদিও তাঁরা কী কারণে যোগ দিলেন না, এই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা না গেলেও মমতা কেন যোগ দিলেন না, সেই কারণ কিন্তু আগে থেকেই সকলে আন্দাজ করতে পেরেছিলেন। গতবছরে নীতি আয়োগের বৈঠকে তিনি যে অসম্মানিত হয়েছিলেন, সেই কারণেই তিনি এবারের বৈঠকে যোগ দেননি। আসলে বক্তব্য চলাকালীন মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কারণে বৈঠকের মাঝেই রেগে বেরিয়ে এসেছিলেন তিনি।

বৈঠকে যোগ দেন অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী

এই নিয়ে বৈঠকের পর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, আগামীদিনে তিনি এই ধরনের বৈঠকে যোগ দেবেন না। যদিও এই বছরের বৈঠকে যোগ দেন অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীই। ছিলেন ঝাড়থণ্ডের হেমন্ত সোরেন, তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, তামিলনাড়ুর এমকে স্তালিন, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডু, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান সহ অনেকে। বৈঠক শেষে রাজনৈতিক দুরত্বতা কমিয়ে সকলের সঙ্গে চা পান ও গল্পগুজব করেন প্রধানমন্ত্রী।

দেখুন ভিডিয়ো

বিকশিত রাজ্য নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বার্তা

প্রসঙ্গত, এবারের বৈঠকের থিম ছিল ‘বিকশিত রাজ্য বিকশিত ভারত ২০৪৭’। বৈঠকে যোগ দিয়ে মোদী বলেন, “বিকশিত ভারত তখনই সম্ভব, যখন রাজ্যও বিকশিত হবে। এটাই ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন। ফলে আমাদের উন্নয়নের গতি বাড়াতে হবে। কেন্দ্র রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করে তাহলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়”।