Close
Advertisement
 
রবিবার, ডিসেম্বর 01, 2024
সর্বশেষ গল্প
3 minutes ago

Actor Indrajit Deb Passes Away: অভিনেতা ইন্দ্রজিৎ দেবের মৃত্যুতে শোকের ছায়া সিনেদুনিয়ায়

Videos Sarmita Bhattacharjee | Feb 01, 2021 10:27 AM IST
A+
A-

নতুন বছরের প্রম মাসেই খারাপ খবর। টলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত অভিনেতা ইন্দ্রজিৎ দেব (Actor Indrajit Deb)। শনিবার ভোররাতে গোলপার্কে (Golpark) নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয় তাঁর। ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা। তিনি COPD-তে আক্রান্ত ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর ভাইয়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন ইন্দ্রজিৎ দেব। দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক তেরো পার্বণ দিয়ে তাঁর ছোট পর্দায় অভিনয় জীবন শুরু। সেই ধারাবাহিকে দাদার চরিত্রে নজর কাড়েন ইন্দ্রজিৎ দেব। শুধু 'তেরো পার্বণ'এ নয় 'উৎসবের রাত্রি' সহ বহু ধারাবাহিকে অভিনয় করেন অভিনেতা। 'প্রেমী', 'মোহিনী' 'কতো ভালোবাসা' 'মোহিনী', 'সুজন সখী' সহ একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন অভিনেতা ইন্দ্রিজিৎ দেব। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাণী রাসমনিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সুদীপ্তা চক্রবর্তী সহ আরও টলিউডের অন্য কলাকুশলী।

RELATED VIDEOS