কলকাতা, ১৫ জুনঃ গুরুতর অসুস্থ বিজেপি সাংসদ তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজৎ গঙ্গোপাধ্যায় ( Abhijit Gangopadhyay)। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আইসিইউ-তে (ICU) রাখা হয়েছে অধুনা বিজেপি সাংসদকে।
হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল হলেও সঙ্কটমক্ত নন তিনি। শনিবার, ১৪ জুন বমি এবং পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বছর ৬৩-র সাংসদ। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রাক্তন বিচারপতির প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে। সেই সঙ্গে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস ধরা পড়েছে। আপাতত হাসপাতালে রেখেই চিকিৎসা চলবে তাঁর।
গুরুতর অসুস্থ অভিজৎ গঙ্গোপাধ্যায়:
MP and former Calcutta High Court judge Abhijit Gangopadhyay, 63, was admitted to Woodlands Hospital on June 14 with vomiting and abdominal pain. Diagnosed with acute pancreatitis and gastrointestinal sepsis, he is critically ill but stable in ICU under close monitoring by a… pic.twitter.com/QNRbgN4TDB
— IANS (@ians_india) June 15, 2025
শনিবার তমলুকের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন অভিজৎ গঙ্গোপাধ্যায়। বমি হয়েছে কয়েকবার। তলপেটে তীব্র ব্যথা অনুভব করেন। এরপরেই সময় নষ্ট না করে আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসককে। আইসিইউ-তে ভর্তি নেওয়া হয়। রবিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে বিজেপি সাংসদের শারীরিক অবস্থার আপডেট দেওয়া হয়। জানানো হয়েছে, সাংসদ গুরুতর অসুস্থ। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটমক্ত নন তিনি।