গুগল-পে(Google Pay) এখন অনলাইন লেনদেনের এই অ্যাপ বেশ জনপ্রিয়তা পেয়েছে। সুযোগ পেলেই টেকস্যাভিরা গুগল-পে র মাধ্যমে কেনাকাটা, বিদ্যুতের বিল, মোবাইল রিচার্জ করে থাকেন। গুগল-পে শুধু সহজেই পরিষেবা পাইয়ে দেয় না, গ্রাহককে বোনাস পয়েন্ট হিসেবে গিফট কুপন, অফার কুপন সবকিছুই সরবরাহ করে। নেট ব্যাংকিং- এ টাকা না পাঠিয়ে গুগল-পে থেকে করুন, দেখবেন ক্যাশব্যাক চলে আসবে। বেশকিছু অনলাইন সংস্থা থেকে কিনলেও টাকা পেতে পারেন। এত সুবিধার খনি সেই গুগল পে এবার সোনারও খনি হয়ে উঠল। জামা কাপড়, অ্যাকসেসরিজ, ইলেকট্রনিক্স, গ্যাজেট, ফার্নিচার শুধু নয়, এবার ২৪ ক্যারেটের খাঁটি সোনাও কিনতে পারেন গুগল-পে থেকে। কীভাবে চলুন জেনে নিই।
এই অ্যাপ ব্যবহার করে সোনা(Gold) কিনলে ব্যবহারকারীর সমস্ত তথ্য নিরাপদ থাকবে। পাশাপাশি, সঠিক দামে ট্রেন্ডি ও খাঁটি সোনার গয়না কিনতে পারবেন ব্যবহারকারীরা। তবে এই পরিষেবা সম্পর্কে প্রশ্ন উঠলে গুগলের মুখপাত্র জানিয়েছেন, “ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস পরিকাঠামোর মাধ্যমে গুগল-পে এই পরিষেবা প্রদান করে থাকে। বিধিবদ্ধ নিয়ম ও নিরাপত্তা মেনেই তা করা হয়৷ এবং এই পরিষেবা দানের জন্য কোনও লাইসেন্সের প্রয়োজন হয় না।’’
উল্লেখ্য, এলবিএমএ ভারতের একমাত্র নির্ভরযোগ্য সোনা শোধনাকারক সংস্থা৷ ব্যবসা বাড়াতে এবার গুগলের সঙ্গে জোট বেঁধেছে সংস্থাটি। আর এর সুবিধা হিসাবে গুগল-পে থেকেই পাওয়া যাবে ২৪ ক্যারেটের হলমার্ক সোনা। গুগল পে-র এদেশের অধিকর্তা অম্বরিশ কেনঘে বলেন, ‘‘ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত রয়েছে সোনা। সেকারণেই স্বর্ণ ব্যবসার দিক থেকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন যেকোনও অনুষ্ঠানে সোনা কেনার রীতি এদেশে প্রাচীন৷ এবার সেই কাজকে আরও সহজ করে দেবে গুগল-পে। এতদিন পেটিএম(Paytm), মোবিকুইক (MobiKwik) এবং ফোন পে-র(PhonePe) মতো অ্যাপের মাধ্যমেও এই সোনা কেনাবেচা করা যেত৷ এবার সেই সুবিধা যুক্ত হচ্ছে গুগল-পে তেও৷