অ্যাক্যাউন্ট পাসওয়ার্ড হ্যাক হলেই গুগল বাজাবে বিপদঘণ্টি, কী করে বুঝবেন?
প্রতীকী ছবি(Photo credit: Pixabay)

ইন্টারনেট (Internet) আমাদের বহুল সুযোগ সুবিধা দিলেও সমস্যা ও বিপদ কম দেয়নি। বলা যায় খারাপ ও ভালদিক সমান তালে পরিবেশিত হয়েছে। ইচ্ছে করলে খারাপ দিকে নজর না দিয়ে আপনি থাকতেই পারেন। কিন্তু তাবলে হ্যাকাররা সোশ্যাল সাইটে থাকা আপানর অ্যাকাউন্টে নজর দেবে না, এটাকখনওই নিশ্চিত করার ক্ষমতা আপনার নেই। তবে এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত কি না জানার সুযোগ পাবেন। যার অর্থ দাঁড়াচ্ছে কেউ অন্যায়ভাবে আপনার অ্যাকাউন্টে উঁকিঝুঁকি মারলে তা আপনি জানতে পেরে যাবেন। গুগল (Google) আপনাকে এতথ্য জানার সুযোগ করে দেবে। আরও পড়ুন-এবার চোরের পকেট থেকে মালিকের হাতে প্রিয় মোবাইল ফেরাবে টেলিকম মন্ত্রক, কীভাবে?

তবে অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না, তা জানতে এই নিয়মগুলি অনুসরণ করা জরুরি। গুগল কিছু দিন আগেই একটি নতুন টুল বের করেছে ‘পাসওয়ার্ড চেক’(Password Check)। গুগল ক্রোমের (Google Chrome)এক্সটেনশন হিসেবে কাজ করছে ওই টুল। এর সাহায্যে আপনি সহজেই জেনে নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কি না। এজন্য প্রথমেই গুগল ক্রোমের আধুনিক ভার্সন ডাউনলোড করতে হবে। ইন্টারনেট সংযোগ থাকলেই গুগল পাসওয়ার্ড চেকআপ ডাউনলোড করে নিতে হবে ক্রোমের স্টোর থেকে। এরপর পাসওয়ার্ড চেকআপ সার্চ করে ‘অ্যাড টু ক্রোম’ বাটনে ক্লিক করে তা ইনস্টল করতে হবে। এরপর আপনার অ্যাকাউন্টে লগ ইন করলে এটি নিজে থেকেই জানিয়ে দেবে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত কি না। যদি আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে থাকে তা হলে লাল সিগনাল একটি বক্সে জ্বলে উঠবে এবং জানিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক করা হয়েছে ও পরিবর্তন করার কথা বলা হবে। এসব দেখেও যদি আপনি পাসওয়ার্ড বদলে উদ্যোগী না হন, তাহলেও লাল সিগন্যাল জ্বলতে থাকবে। যতক্ষণ না পাসওয়ার্ড বদল হচ্ছে, ততক্ষণ সিগন্যাল লালই থাকবে। আর পাসওয়ার্ড বদলের নিয়মকানুন ক্রোমেই দেওয়া থাকবে। একবার পাসওয়ার্ড বদলে ফেললেই হ্যাকারদের কবল থেকে মুক্ত হতে পারবেন আশাকরি।