ডাইনোসরের (Dinosaur) মতো দুপায়ে হাঁটত তারা। ১২ কোটি আগে বেঁচে ছিল। অবাধে বিচরণ করত এই পৃথিবীতে। ১২ কোটি বছরের প্রাচীণ এক কুমীরের (Crocodile) জীবাশ্মের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় ১২ কোটি বছর আগে দক্ষিণ কোরিয়ায় (South Korea) বসবাসকারী এই ১৩ ফুট কুমীরের বিশাল খুলিতে শক্তিশালী চোয়াল ছিল, ক্ষুরের মতো ধারালো দাঁত ছিল। মানুষের মতো পা ছিল।

দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং অ্যামেরিকার বিজ্ঞনীরা ভালোভাবে সংরক্ষণ করা জীবাশ্মের ট্র্যাকগুলি বিশ্লেষণ করেছেন। এই জীবাশ্ম দক্ষিণ কোরিয়ার স্যাচিওন জাহে-রিতে পাওয়া গেছে। আরও পড়ুন: Global COVID-19 Cases: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৭০ লক্ষের উপরে, মৃত্যু মিছিলে শামিল ৪ লক্ষ ২০ হাজার ৯৯৩ জন

কলোরাডো ডেনভার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন লকলে বলেন: “এই কুমীর দৈত্যাকৃতী ছিল। কেউ এত বড় দুপায়ে চলা কুমীরের জীবাশ্ম পাওয়া যাব বলে আশা করেনি। তবে মাংসাশী ডাইনোসরের মতো এরাও অগভীর জলে শিকার করতে পারত। যা পেত সেটাই খেত সম্ভবত।"