সাইবার অপরাধ(Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৪ জুন: সীমান্ত সংঘাতের মধ্যে ভারতে সাইবার হামলা (Cyber Attacks) চাালাতে পারে চিনা হ্যাকাররা (Chinese Hackers)। কয়েকদিন ধরেই সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। বিনামূল্যে করোনা চিকিৎসা বা অন্য কোনও পরিষেবার টোপ ফেলে মেল পাঠাতে পারে হ্যাকাররা। ncov2019@gov.in নামে একটি মেল অ্যাড্রেসের কথাও বলে দেয় কেন্দ্রীয় সরকার। এই মেল থেকেই ফিশিং মেল পাঠাতে পারে হ্যাকাররা। সেই কারণে নাগরিকদের সাইবার সচেতন করতে বেশ কয়েকটি টিপস দিল প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)।

সাইবার নিরাপত্তায় কী করবেন:

  • যে কোনও সম্ভাব্য হুমকি এড়ানোর জন্য সংরক্ষণ এবং সুরক্ষিত রাখতে আপনার সংবেদনশীল ডকুমেন্টগুলি এনক্রিপ্ট করুন
  • অযৌক্তিক ইমেলগুলি সম্পর্কে সতর্ক থাকুন। যে সমস্ত ইমেলে আপনাকে বলবে এই লিঙ্কে ক্লিক করুন, সেগুলিতে ক্লিক করতে বিরত থাকুন।

আরও পড়ুন: Union Cabinet Meet: আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক ও মাল্টি স্টেট কো অপারেটিভ ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রণে আনছে কেন্দ্রীয় সরকার

  • কয়েকটি জালিয়াতি ওয়েবসাইটগুলি আপনাকে ব্যক্তিগত বা আর্থিক বিবরণ দিতে বলতে পারে। ওই ওয়েবসাইটগুলি আসল ওয়েবসাইটগুলির মতোই দেখতে ডিজাইন করা হয়েছে। তাই ভালো করে বিবরণ পড়ে তবেই তথ্য শেয়ার করুন।
  • আপনি যদি কখনও প্রতারিত হন তবে অবিলম্বে incident@cert-in.org.in-এ রিপোর্ট করুন।

লাদাখে আগ্রাসনের পর মাত্র পাঁচ দিনেই ৪০ হাজারেরও বেশি বার দেশের সাইবার পরিকাঠামো আক্রমণের চেষ্টা করেছে চিনের হ্যাকাররা। এমনটাই জানিয়েছে মহারাষ্ট্রের সাইবার সিকিউরিটি সেল।