Representational Image (Photo Credit: X)

বাবা-মা ঘরে কেউ ছিলেন  না। সেই সুযোগে প্রতিবেশী যুবক ঢুকে পড়েছিল ঘরে। তারপর নাবালিকার অজান্তেই তোলা হয় স্নানের ভিডিয়ো। পরে সেই ভিডিয়োই মেয়েটির ফোনে পাঠিয়ে দেওয়া হয় কুপ্রস্তাব। আর সেই প্রস্তাবে সারা না দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় নাবালিকার নগ্ন ভিডিয়ো। সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারুইপুরে (Baruipur)। ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী যুবককে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল ফোনও। সেই সঙ্গে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

নাবালিকার স্নানের ভিডিয়ো করে গ্রেফতার যুবক

জানা যাচ্ছে, সপ্তাহখানেক আগে বারুইপুর থানার অন্তর্গত একটি এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, সেদিন বাড়িতে কেউ ছিল না। নাবালিকার বাবা-মা পেশায় ফলবিক্রেতা, তাই তাঁরা সকালেই বেরিয়ে যায়। সেই সুযোগে দুপুরের দিকে যখন নাবালিকা স্নানে যায়, তখন ওই প্রতিবেশী যুবক লুকিয়ে ঘরে ঢুকে কিশোরীর স্নানের ভিডিয়ো করে নেয়। পরে সেই ভিডিয়ো নাবালিকার নম্বরে পাঠিয়ে কুপ্রস্তাব দেয়।

গ্রেফতার অভিযুক্ত

এমনকী যুবক হুমকিও দেয় যদি মুখ খুললে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ছেড়ে দেওয়া হবে। প্রথমে সে ভয়ে কাউকে না বললেও পরে ওই যুবক নিজেই ভিডিয়োটি ভাইরাল করে। তখন বাধ্য হয়ে কিশোরী তাঁর পরিবারকে গোটা বিষয়টি জানায়। তারপর মঙ্গলবার রাতে পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হলেই এদিন গ্রেফতার করা হয় অভিযুক্তকে।