Union Cabinet Meet: আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক ও মাল্টি স্টেট কো অপারেটিভ ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রণে আনছে কেন্দ্রীয় সরকার
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। File Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৪ জুন: কো অপারেটিভ ব্যাঙ্ক (Cooperative Bank) নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক ((Urban Cooperative) ও মাল্টি স্টেট কো অপারেটিভ (Multi-State Co-Op Banks) ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের ছাতার তলায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জন্য কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স আনবে।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Union Minister Prakash Javadekar) বলেন, এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের গচ্ছিত অর্থ নিরপদে থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "১ হাজার ৪৮২টি আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক এবং ৫৮টি মাল্টি স্টেট কো অপারেটিভ ব্যাঙ্ক সহ সরকারি ব্যাঙ্কগুলিকে এখন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) তত্ত্বাবধানের অধীনে আনা হচ্ছে। অন্য ব্যাঙ্কগুলির মতো সব নিয়ম এই ব্যাঙ্কগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।" আরও পড়ুন: Diesel Price Surpasses: এই প্রথম পেট্রোলকে ছাপিয়ে গেল ডিজেলের মূল্য, দিল্লিতে আজ লিটার প্রতি ডিজেল ৭৯.৮৮ টাকা

মন্ত্রী বলেন, "আরবিআইয়ের তত্ত্বাবধানে ১ হাজার ৫৪০টি সমবায় ব্যাঙ্ক আনার সিদ্ধান্তের ফলে সাড়ে আট কোটিরও বেশি আমানতকারীর ৪ লাখ ৮৪ হাজার কোটি টাকার অর্থ নিরাপদ থাকবে।"